




মানুষ অনেক কষ্ট করে টাকা রোজগার করে থাকেন। কোনো বিশেষ কারণে যদি প্রয়োজন পড়ে তাই যতটা সম্ভব জমিয়ে রাখার চেষ্টাও করেন অনেকে। কিন্তু যদি আপনি জানতে পারেন আপনার জমানো টাকা ইঁদুরে কেটে সব নষ্ট করে ফেলেছে তাহলে আপনার কেমন লাগতে পারে? এমনই এক ঘটনা ঘটেছে তেলেঙ্গানায় মেহবুবা জেলার ইন্দিরা নগর এর বাসিন্দা রেড্যা নায়ক এর সাথে।





তিনি সবজি বেচে উপার্জন করেন।কয়েক বছর আগে তিনি জানতে পারেন যে তার পেটে টিউমার আছে। সেই টিউমার এর চিকিৎসার জন্য তিনি টাকা জমানো শুরু করেন এবং কিছু ধারও নেন। এইভাবে তিনি দু লাখ টাকা জমাতে সক্ষম হন। সেই টাকা তিনি ব্যাগে ভরে আলমারিতে যত্নে রেখে দিয়েছিলেন।





যখন তার সেই টাকার প্রয়োজন পড়ে আলমারি খুলে তিনি যা দেখেন তা দেখে অবাক হয়ে যান। আসলে যেই ব্যাগটিতে তিনি জমানো টাকা রেখেছিলেন সেখানে 500, 500 টাকার নোট ছিল, যা ইদুরে কেটে পুরো নষ্ট করে দেয়। এত কষ্টে জমানো টাকার মূল্য যেন নিমিষেই শেষ হয়ে যায়। যখন তার প্রতিবেশীরা এই বিষয়ে জানতে পারেন তখন তাকে ব্যাংকে গিয়ে টাকা বদলানোর পরামর্শ দেন।





তিনি সঙ্গে সঙ্গে ব্যাংকে যান, কিন্তু ব্যাংক থেকে তাকে বলা হয় টাকা তারা বদলে দিতে পারবেন না এবং তাকে হায়দ্রাবাদের আর বি আই ব্যাংকে যোগাযোগ করার কথাও বলেন। এরপরে রেড্যা নায়ক জানান তিনি মেহবুবা নগরের একাধিক ব্যাংকে গেছিলেন কিন্তু কোনো কাজ হয়নি। এই ঘটনা সামনে আসার পর তেলেঙ্গানার শিশু কল্যাণ মন্ত্রী সত্যবতী রাঠোর তাকে কথা দেন যেখানেই রেড্যা নায়কের অপারেশন হোক না কেন তিনি আর্থিক ভাবে সাহায্য করবেন।।




