




ফিল্মি দুনিয়ার তারকাদের ব্যক্তিগত জীবনও ক্যামেরার সামনে উঠে আসে। আজ আমরা আপনাদের এমন কিছু অভিনেতা ও অভিনেত্রীদের কথা বলব যারা ক্যামেরার সামনে “লাভ বাইট” নিয়ে হাজির হয়েছিলেন।





1/ সারা আলি খান- সইফ আলি খান ও অমৃতা সিং এর মেয়ে হলেন সারা আলি খান। সারা যখন কার্তিক আরিয়ানের সাথে সম্পর্কে ছিলেন তখন এয়ারপোর্টে তার গায়ে “লাভ বাইট” দেখা গেছিল।
2/ কঙ্গনা রানাওয়াত- বলিউডের বিখ্যাত অভিনেত্রী হলেন কঙ্গনা। একটি অ্যাওয়ার্ড ফাংশনে তার শরীরে “লাভ বাইট” দেখা গেছিল।





3/ কারিনা কাপুর খান- বিয়ের আগে সইফ ও কারিনা সম্পর্কে ছিলেন। তখন একবার কারিনার পিঠে কিছু “লাভ বাইট” এর চিহ্ন ছিল।
4/ সইফ আলি খান- সইফ আলি খানের একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে তার গলায় “লাভ বাইট” স্পষ্ট ছিল।





5/ শাহরুখ খান- একবার কিং খানকে এয়ারপোর্টে গলায় “লাভ বাইট” সহ দেখা গিয়েছিল।
6/ দীপিকা পাদুকোন- রণবীর কাপুরের সাথে সম্পর্কে থাকাকালীন একবার দীপিকা পাদুকোনের গলায় “লাভ বাইট” দেখা গিয়েছিল।





7/ সালমান খান- বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান খানের গলায় একবার “লাভ বাইট” দেখা যায়।
8/ প্রিয়াঙ্কা চোপড়া- ক্যামেরায় একবার প্রিয়াঙ্কা চোপড়ার গলার “লাভ বাইট” ধরা পড়েছিল।





9/ ক্যাটরিনা ক্যাফ- ক্যাটরিনা ক্যাফের গলায় একবার “লাভ বাইট” দেখা গিয়েছিল।
10/ মাহিরা খান- অভিনেত্রী মাহিরা খানকে অভিনেতা রণবীর কাপুরের সাথে সিগরেট টানতে দেখা গিয়েছিল। সেই ছবিতে মাহিরার পিঠে স্পষ্ট “লাভ বাইট” ছিল।




