




বলিউডের “শেহেনশাহ” নামে পরিচিত অমিতাভ বচ্চন 79 বছরের হয়েছেন। কিন্তু আজও তাঁর খ্যাতি একই রকমভাবে বিরাজমান। আজ আমরা আপনাদের এমন কিছু ব্যক্তিদের ব্যাপারে বলব যাঁদের সাথে অমিতাভ বচ্চনের বনিবনা হয় না।





1/ ঋষি কাপুর- বলিউডের বিখ্যাত অভিনেতা ঋষি কাপুরের সাথে এক সময় অমিতাভ বচ্চনের মনোমালিন্য হয়েছিল। আসলে 1973 সালে ঋষি কাপুর ফিল্ম “ববি” র জন্য বেস্ট অ্যাকটরের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান। কিন্তু অমিতাভ বচ্চন জানতেন ফিল্ম “জানজির” এর জন্য এই অ্যাওয়ার্ড পাবেন। পরে জানা যায় ঋষি কাপুর টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনেছিলেন।





2/ বিনোদ খান্না- একসময় বিনোদ খান্না ও অমিতাভ বচ্চনের মধ্যে বিবাদের সৃষ্টি হয়েছিল। আসলে বিনোদ খান্না ও অমিতাভ বচ্চন উভয়ে একই সময় বলিউডে খ্যাতি লাভ করেন। এরপর থেকে তাঁদের তুলনা করা হতে থাকে। এই কারণেই তাঁদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।





3/ রাজেশ খান্না- এক সময় বলিউডে রাজেশ খান্না ও অমিতাভ বচ্চনের মধ্যে ঝামেলা দেখা দেয়।





4/ শত্রুঘ্ন সিনহা- একটি ইন্টারভিউতে শত্রুঘ্ন সিনহা বলেন, একই ফিল্মে কাজ করার সময় কোনোদিন অমিতাভ বচ্চনের পাশের সিটে তাঁকে বসতে দেওয়া হয়নি। এমনকি ফিল্মের সেট থেকে ফেরার সময় কোনোদিন অমিতাভ বচ্চন তাঁকে লিফ্ট দেননি। এরপর থেকেই অমিতাভ বচ্চন তাঁর সাথে কথা বলা বন্ধ করে দেন।





5/ সালমান খান- ঐশ্বর্য সালমান খানের সাথে সম্পর্ক ভেঙে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে বিয়ে করায় সালমান খানের সাথে তাঁর সম্পর্ক নষ্ট হয়ে যায়।





6/ সঞ্জয় দত্ত- সঞ্জয় দত্ত অমিতাভ বচ্চনের সাথে কাজ করতে না চাওয়ায় তাঁদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।





7/ রণধীর কাপুর- রণধীর কাপুরের মেয়ে কারিশ্মার সাথে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের এনগেজমেন্ট ভেঙে যাওয়ায় তাঁদের বন্ধুত্ব ভেঙে যায়।




