একটি বিয়ের অনুষ্ঠানে লেহেঙ্গা পরেছিল আরাধ্যা, সৌন্দর্যের দিকে মাকে টেক্কা দিচ্ছে সে। ছবি সোশ্যাল মিডিয়ায় নিমিষে ভাইরাল।

যখনই বলিউডের তারকা কোনো বিয়ে বাড়িতে শামিল হন তখন সেখানকার পরিবেশই বদলে যায়। বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন স্বামী অভিষেক বচ্চন, মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রায়ের সাথে কজিন শ্লোকা শেট্টির বিয়েতে অংশগ্রহণ করেন। বোনের বিয়েতে সব ফাংশনই অ্যাটেন্ড করেন ঐশ্বর্য। বিয়ের বেশকিছু ছবিও ভাইরাল হয়েছে। যেখানে মা কে টক্কর দিতে দেখা গেছে আরাধ্যাকে। ছোটো আরাধ্যা এদিন সিলভার লেহেঙ্গা পরেছিল। আর সাথে ক্যারি করেছিল ম্যাচিং জুয়েলারিও।

মাথায় সিলভার টিকলি, হাতে চুড়ি, কানে ম্যাচিং দুল পরেছিল আরাধ্যা। খোলা চুলে যখন আরাধ্য হেসে পোজ দিচ্ছিল ভীষণ মিষ্টি দেখতে লাগছিল।

একজন ব্যস্ত অভিনেত্রী হওয়া সত্ত্বেও ঐশ্বর্য বোনের বিয়েতে সব নিয়মে ভাগ নিয়েছিলেন। মা-কে বিয়ের নিয়ম করতে ছোট্ট আরাধ্যা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। ঐশ্বর্যের বোন শ্লোকা দিদিকে পেয়ে ভীষণ খুশি হয়েছিলেন। তার হাতের মেহেন্দিও খুব সুন্দর লাগছিল।

শ্লোকার বিয়েতে ঐশ্বর্য মেরুন রঙের ট্রেডিশনাল আউটফিট পরেছিলেন। সাথে মাথায় টিকলি, হাতে চুড়ি, কপালে টিপ পরে তাকে অপ্সরা লাগছিল। তিনি চুল খোলা রেখেছিলেন।

নিজের বিয়েতে শ্লোকা ট্রেডিশনাল আউটফিট পরেছিলেন। সংগীতের অনুষ্ঠানে মেয়ে ও স্বামীর সাথে ঐশ্বর্যকে নাচতে দেখা যায়। ভাইরাল হওয়া ছবিগুলি দেখলে বোঝা যাচ্ছে আরাধ্যা আগের তুলনায় বেশ লম্বা হয়েছে এবং মিষ্টিও। মনে হচ্ছে শীঘ্রই মা ঐশ্বর্যকে টক্কর দিতে চলেছে আরাধ্যা।

ঐশ্বর্যকে শীঘ্রই সাউথের 500 কোটি বাজেটের ফিল্ম “পোন্নিয়িন সেলবন”এ দেখা যেতে চলেছে। অভিষেক বচ্চনকে “বব বিশ্বাস” এবং “দাসবী” র মতো ফিল্মে দেখা যেতে চলেছে।

Related Posts

সুপারস্টার রজনীকান্ত কন্যার সাথে ধনুশের বিবাহ বিচ্ছেদ নিয়ে ধনুশ নিজে টুইট করে জানালেন এই কথা

সাধারণ মানুষের জীবনে বিয়েকে জন্ম-জন্মান্তরের বন্ধন মনে করা হয়। কিন্তু তারকাদের জীবন ঘেঁটে দেখলে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের মতো পবিত্র সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না। কোনো…

গ-র্ভবতী মহিলা পুলিশ অফিসারকে টেনে হি-চড়ে বুকে পেটে লা-থি মারলেন এই নেতা! ভিডিও মুহূর্তে ভাইরাল

যদি কোনো নেতার, বিশেষকরে ছোটো কোনো নেতার মাথায় নেতাগিরি-র ভূত চাপে তাহলে তা সাধারণ মানুষের জন্য হয়ে যায় অসুবিধার। এমনই এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের সতারাতে। এখানকার প্রাক্তন…

বিস্ময়কর ঘটনা: ৪ হাত-পা ওয়ালা শিশু জন্ম নিতেই গ্রামে ঘটে গেলো এই ঘটনা!

প্রকৃতির এক অনন্য রূপ দেখা গেলো সোমবার বিহারের কাটিহার সদর হাসপাতালে। যেখানে চার হাত-পা বিশিষ্ট একটি শিশুর জন্ম হয়েছে। এই শিশুর খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের এলাকার মানুষ…

সিগারেটের ধোঁয়া থেকে গোল গোল আংটির মত রিং করে মহিলা শিম্পাঞ্জি, দিনে তার অন্তত 40 টা মত সিগারেট লাগে। তার এই নেশার কারণ জানলে চমকে যাবেন

সিগারেট খাওয়ার নে_শা ভুল, এটা স্বাস্থ্যের জন্য ক্ষ_তি_ক_র তা সবাই জানে। কিন্তু তারপরেও মানুষ ধূ_ম_পা_ন বন্ধ করে না। আপনিও নিশ্চয়ই অনেককে সিগারেট খেতে দেখেছেন। কিন্তু আপনি কি…

দুবাইতে গিয়ে কালো বিকিনিতে নোরা ফতেহি জলের মধ্যে আগুন ধরালেন! ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

নিজের নাচের জন্য বলিউডে নাম অর্জন করেছেন নোরা ফাতেহি। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও নোরা ফাতেহিকে নিয়ে আগ্রহী অনেকেই। তাই সোশ্যাল মিডিয়াতেও তার ফলোয়ারের পরিমাণ বেশ বড়। নোরা…

বরকে স্কুটিতে বসালেন নববধূ , অতপর যা হলো

বলা হয়ে থাকে যে, স্বামী-স্ত্রী বিবাহিত জীবনের বাহনের দুই চাকা। দাম্পত্য জীবনের এই বাহনে স্বামী প্রায়সই এগিয়ে থাকে এবং স্ত্রী তাকে সমর্থন করে। কিন্তু এম.পি-র নিমুচে, বিয়ের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *