




ইন্ডিয়ান আইডল এর একটি সং রিয়ালিটি শো। বর্তমানে ইন্ডিয়ান আইডলের মঞ্চ মাতিয়ে রেখেছেন বঙ্গ তনয়া অরুনিতা কাঞ্জিলাল। অরুনিতা প্রথমবার কোন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেননি। এর আগে তিনি সারেগামাপা লিটল চ্যাম্পস এর বিজয়ী ছিলেন। অরুনিতা “তানসেনের তানপুরা” নামক একটি বাংলা ওয়েব সিরিজে ও গান গেয়েছেন।





তার গলার জাদুতে আজ বাংলার ঘরে ঘরে তার নাম ছড়িয়ে পড়েছে। বর্তমানে তার নাম জড়াচ্ছে উত্তরবঙ্গের গায়ক পবনদীপের সাথে। পবনদীপও ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী। প্রথম প্রথম তাদের মিষ্টি সম্পর্ক দর্শকদের পছন্দ হলেও বর্তমানে অনেকেই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন।





এক ইন্টারভিউতে অরুণিতা জানান শো এর বাকি কনটেসটেন্টদের সাথে তার যেমন সম্পর্ক ঠিক তেমন সম্পর্কই পবনদীপের সাথেও। পবনদীপ তার ভালো বন্ধু ব্যতীত আর কিছু না বলেই জানান অরুণিতা। এই ধরনের রিয়ালিটি শো তে টিআরপি বাড়াতে অনেক ধরনেরই গল্প তৈরি করা হয়। বেশিরভাগ সময় এইসব গল্পের বাস্তব কোনো ভিত্তি থাকে না। এই প্রসঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে ভুলবেন না।।




