কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে, সেদিনের সেই বিউটি কুইন এখন ভারতীয় সেনার গর্ব, স্যালুট লেফটেন্যান্ট গরিমা!

সেদিনের বিউটি কুইন এখন ভারতীয় সেনার গর্ব, সেলাম লেফটেন্যান্ট গরিমা!ইচ্ছে থাকলে কী না করা সম্ভব। জলজ্যান্ত উদাহরণ গরিমা যাদব। যিনি ২০১৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় মিস চার্মিং ফেস-এর খেতাব জয় করেছিলেন।

সেই সুন্দরীই এখন ভারতীয় জওয়ান। মডেলিং তাঁর জীবনের প্রথম পছন্দের কাজ ছিল না। আচমকাই সেখানে চলে গিয়েছিলেন গরিমা। সিমলার আর্মি পাবলিক স্কুল থেকে পড়াশোনা শেষ করেন গরিমা। এর পর সেন্ট স্টিফেন্স কলেজে ভরতি হন তিনি। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়।

কিন্তু সবসময়ই তিনি ভারতীয় বায়ুসেনার অফিসার হতে চাইতেন। কিন্তু IAS-এর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে CDS পরীক্ষায় পাশ করে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তিনি। মহিলাদের সর্বভারতীয় পরীক্ষায় দ্বিতীয় স্থানে ছিলেন গরিমা।

গরিমার মতে, লোকজনের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে এসএসবিতে সফল হতে হলে সব ধরণের খেলায় ভাল হওয়া উচিত। কিন্তু তা ভুল। কেবল নিজের দুর্বলতার দিকে মনোনিবেশ করতে হবে এবং সেদিকেই কাজ করতে হবে।

গ্ল্যামারের মঞ্চ থেকে রাইফেলের পিছনে৷ দুটো জগত একেবারেই আলাদা৷ কিন্তু এই দুই জগতেই সমান বিচরণ ২৫ বছরের এই মেয়ের৷ তিনি গরিমা যাদব৷হরিয়াণার মেয়ে গরিমা ছোট থেকেই স্বপ্ন দেখতেন আইএএস অফিসার হওয়ার৷ সিঙ্গল মায়ের সন্তান গরিমা পড়াশোনা করেছেন সিমলার আর্মি পাবলিক স্কুল থেকে৷

দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে ইকনমিক্সে বি.এ করার পরই শুরু করেছিলেন সিভিল সার্ভিস পরীক্ষার ট্রেনিং৷এর মধ্যেই ২০১৭ সালে মিস চার্মিং ফেস খেতাব জেতেন গরিমা৷ ইতালিতে আন্তর্জাতিক প্যাজেন্টে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগও পান৷কিন্তু ততদিনে ঠিক করে নিয়েছেন আর্মিতে যোগ দেবেন৷ তাই সিডিএস পাশ করে যোগ দেন চেন্নাইয়ের অফিসারস ট্রেনিং অ্যাকাডেমিতে৷

সোশ্যাল মিডিয়ায় গরিমার কাহিনি আপাতত নজর কেড়েছে নেটিজেনদের। ভাইরাল গরিমা যাদবের কাহিনি অনেকেরই অনুপ্রেরণা হয়েছেন।

Related Posts

বোনকে হিং’স কুকুরের থেকে উ’দ্ধার করতে গিয়ে আ’ক্রান্ত হয়ে ছোট্ট ছেলেটির মুখে পড়ল ৯০ টা সে’লাই, নেট দুনিয়ায় ভাইরাল সেই ছবি

ভাই বোনের ভালোবাসা আর পাঁচটা সম্পর্কের থেকে সম্পূর্ণ আলাদা। এরা একে অপরের জীবন বাঁ’চাতে নিজের জীবন বাজি রাখতেও পারে। এই পৃথিবীতে সকল ভাইবোনের মধ্যে এমন ভালোবাসার বন্ধন…

বয়স একশো বছর, তবুও জং পড়েনি আবেগে, এই বয়সেও নিজে হাতে আঁকা শাড়ি বিক্রি করে উপার্জন করেন এই বৃদ্ধা

প্রতিদিন সকালে পদ্মম নায়ার খুব সকালে ঘুম থেকে ওঠেন, সংবাদপত্র পড়েন। বয়স একশো বছর প্রায়।চিত্রকর্ম, বুনন এবং আনুষঙ্গিক কাজকর্ম করেন। যদিও বয়সের সাথে খুবই বেমানান তবুও নিজের…

শারীরিক প্রতিকূলতাকে জয়, শিক্ষকতাকে পেশার মাধ্যমে যেভাবে হাজারো হাজারো গরিব শিশুকে শিক্ষাদান করে যাচ্ছেন তিনি

জীবনে এমন অনেক কিছুই ঘটে যার জন্য আমরা প্রস্তুত থাকিনা,তবুও মেনে নিতে হয়।আবার অনেক সময় জন্মগত কিছু প্রতিবন্ধকতা থাকে যা নিয়মিত স্বাভাবিক জীবনজাপনের ক্ষেত্রে অনেক বাধ সৃষ্টি…

সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে সফল বাপি। অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা সোশাল মিডিয়া

জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক। এর পরের ধাপ ই হলে উচ্চ মাধ্যমিক। এই দুটি পরীক্ষায় ভালো নম্বর ভবিষ্যতের ভালো ক্যারিয়ার গড়ার রাস্তা খুলে দেয়। অনেকেই এই পরীক্ষায়…

মাথায় হাত চীনের, রাতারাতি ভারতে চিনা অ্যাপ বন্ধ করে দেওয়ায় চীনের বিদেশমন্ত্রকের প্রতিক্রিয়া কি জানেন?

গত ১৬ জুন রাতে লাদাখ সীমান্তে ভারতীয় সেনার ওপর আক্রমণ করার ঘটনার ঠিক ১৫ দিনের মাথায় কড়া জবাব দিল ভারত। সোমবার রাতারাতি ভারতে ব্যান করে দেওয়া হল…

মুদি দোকানীর মেয়ে যেভাবে কঠিন লড়াইয়ে হলেন IAS অফিসার, গর্বিত করলেন বাংলার এই কন্যা

মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মেধাবী ছাত্র-ছাত্রী দের কথা আমরা অনেক আগেও অনেকবার শুনেছি। অদম্য ইচ্ছাশক্তি থাকলে সমস্ত বাধা অতিক্রম করা যায়। শারীরিক প্রতিবন্ধকতা কোনভাবেই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *