




মানুষ ভালো খেতে, ভালো পরতে চায়। এই গতানুগতিক জীবনের পাশাপাশি একদল মানুষ আছে যাঁরা ভালো জায়গায় ঘুরতেও চান। এই ঘুরতে যাওয়ার টানে তাঁরা বহু নিত্য নতুন জায়গার খোঁজ করেন। আমাদের ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে যার প্রাকৃতিক সৌন্দর্য প্রশংসনীয়। ভারতবর্ষে সমতল ভূমি থেকে শুরু করে মালভূমি, পাহাড় থেকে শুরু করে জঙ্গল সবকিছুই বিদ্যমান। বর্তমান সময়ে মানুষ নিজেদের জীবনে ভীষণভাবে ব্যস্ত।





তাঁরা নিজেদের বিশ্রামের জন্যেই সময় বের করতে পারেন না। তাই যখনই সুযোগ পান স্বস্তির নিশ্বাস নিতে পরিবারকে নিয়ে আবার কখনও একাই পারি জমান ভ্রমণের উদ্দেশ্যে। ভারতে এমন অনেক জায়গা আছে যা দেখতে দেশ-বিদেশের ভ্রমণ পিপাসু মানুষেরা সেই সব স্থানে যান। আজ আমরা আপনাদের এমনই এক জায়গার কথা বলব। গোয়ার “দুধসাগর” ঝরনা দেখতে বহু মানুষ সেখানে ভীড় করেন।





এই ঝরনা 1017 ফিট উচ্চতায় স্থিত। একে ভারতের সবথেকে উঁচু ও সুন্দর ঝরনা বলা হয়ে থাকে। এই ঝরণার প্রবাহমান জলধারা দেখথে দুধের মতো সাদা। তাই এই ঝরনার নাম “দুধসাগর”। সম্প্রতি এই ঝরনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে “দুধসাগর” ঝরনার কাছে গোয়া ও ব্যাঙ্গালোরকে যুক্ত করা ব্রিজের ওপর দিয়ে একটি ট্রেন যাচ্ছে। এই ভিডিওটিতে নৈসর্গিক দৃশ্য ধরা পড়েছে। এই ভিডিওটি রেলওয়ের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।





ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই বহু ভ্রমণ পিপাসু মানুষ এই ঝরনা দেখতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। জানিয়ে রাখি এই ঝরনায় মাণ্ডোবী নদীর জল প্রবাহিত হয়। মাণ্ডোবী নদী পশ্চিম ঘাট পেরিয়ে পপজী যাওয়ার পথে এই “দুধসাগর” ঝরনা পড়ে। এই ঝরনাটি ভগবান মহাবীর সেঞ্চুরি আর মোলম ন্যাশনাল পার্কে স্থিত। জানা যায় এই ঝরনার উচ্চতা 310 মিটার। “দুধসাগর” ঝরনার বিভিন্ন ভিডিও রেলওয়ে দ্বারা ইন্সটাগ্রামে আপলোড করা হয়ে থাকে। আপনারা চাইলে দেখতে পারেন।




