
আজ থেকে কয়েক মাস আগের ঘটনা। চোট পেয়ে ভারতীয় দলের বাইরে ছিলেন রবীন্দ্র জাদেজা। সেই সময় তার স্ত্রী রিভাবার হয়ে ভোটের প্রচারে রাস্তায় নেমে পড়েছিলেন জাড্ডু। তখন অনেক তির্যক মন্তব্য ভেসে এসেছিল জাদেজার উদ্দেশে। অনেকেই বলেছিলেন, চোট সারানোর নাম-গন্ধ নেই, ভোটের প্রচার করতে ব্যস্ত! আসলে এশিয়া কাপ ও T20 বিশ্বকাপের মতো মঞ্চে তাকে ছাড়া ভারতের খারাপ প্রদর্শনের জন্য অনেকেই ব্যথিত ছিলেন সেই সময়।
তারপর কেটে গেছে প্রায় চার-পাঁচ মাস। বাইশ গজে প্রত্যাবর্তন হয়েছে রবীন্দ্র জাদেজার। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যাটে-বলে দুর্দান্ত প্রদর্শন করে ভারতকে সিরিজ জিতিয়েছেন। আইপিএল ফাইনালে শেষ 2 বলে 10 রান করে চেন্নাইকেও জিতিয়েছেন। জাদেজা ফিরেছেন, রাজার বেশেই প্রত্যাবর্তন করেছেন এই রাজপুত।
জাদেজার ব্যাটে উইনিং শটটা আসার পর ক্যামেরায় ধরা পড়লেন রিভাবা। তার চোখে তখন আনন্দাশ্রু। মাঠে ঢুকে জড়িয়ে ধরলেন স্বামীকে। মুখে স্বস্তির হাসি। সেদিন ভোটের প্রচারে তার স্বামী তার পাশে ছিলেন, তার জয়ের সাক্ষী ছিলেন। আজ স্বামীর এই জয়ের দিনে প্রাণভরে তাকে আপন করে নিলেন রিভাবা। রবীন্দ্র-রিভাবার আলিঙ্গনের কাছে আজ বলিউড রোমান্সও ফেল! ❤️