




অভিনেত্রী দিব্যা ভারতীর নাম শুনলেই এক মিষ্টি মুখের মেয়ের কথা মনে পড়ে। খুব অল্প বয়সেই দিব্যা বলিউডে ডেবিউ করেন। কয়েকটা ফিল্মের পরই তিনি খ্যাতি লাভ করেন। 25 শে ফেব্রুয়ারি 1976 সালে মুম্বাইতে দিব্যা ভারতীর জন্ম হয়। তার বাবার নাম ওমপ্রকাশ ভারতী ও মায়ের নাম মীতা ভারতী। তিনি তেলেগু ফিল্ম ” বোব্বিলী রাজা” থেকে 1990 সালে ডেবিউ করেন। এরপর “শোলা শবনম্”, “দিওয়ানা”, “দুশমন”, “জমানা”, “দিল হি তো হে” প্রভৃতি ফিল্মে কাজ করেন।





এরপর মাত্র 19 বছর বয়সে প্রোডিউসার ও ডায়রেক্টর সাজিদ নাডিয়াবালাকে বিয়ে করেন। এই কারণে তিনি ইসলাম ধর্ম কবুল করেন এবং তার নাম হয় “সানা”। কিন্তু এই বিয়ের মাত্র একবছর পর 5 ই এপ্রিল 1993 সালে ব্যালকনি থেকে পড়ে দিব্যার মৃ’ত্যু হয়। কিন্তু এই মৃত্যুর আসল কারণ আজও জানা যায়নি। 1998 সালে মুম্বাই পুলিশ দ্বারা দিব্যার মৃত্যুকে এক্সিডেন্ট বলে কেস ক্লোজ করে দেওয়া হয়। দিব্যার মৃ’ত্যু’র পর তার মা জানান দিব্যা কোনোদিন ড্রা’গ’স নিতেন না।





কিন্তু তার দেহে রাম পাওয়া গিয়েছিল। তিনি আরও বলেন মৃ’ত্যু’র কিছুদিন আগে থেকেই রাগে তিনি নিজেকেই হার্ট করছিলেন। এরপর 2000 সালে সাজিদ নাডিয়াবালা বর্ধা খানকে বিয়ে করেন। এই বিয়ের পর তাদের ভীষণ ট্রোল করা হয়েছিল। বর্ধা জানিয়েছিলেন দিব্যা তাদের পরিবারের অংশ। তাদের সন্তানেরা দিব্যাকে বড়ো মা বলেই ডাকে। সাজিদ বলেছিলেন তার ব্যাগে দিব্যার ছবি সবসময় থাকে আর দিব্যার বাবার সাথেও তার সম্পর্ক ভালো।




