




বর্তমানে স্মার্টফোন এখন প্রতিটি মানুষেরই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াও জুড়ে গেছে মানুষের জীবনের সাথে। সোশ্যাল মিডিয়া বলতে আমরা মূলত ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারকে বুঝে থাকি। সোশ্যাল মিডিয়ার এইসব প্ল্যাটফর্মগুলোতে প্রতিদিনই কোনো না কোনো ভিডিও এবং ছবি ভাইরাল হতেই থাকে। এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে এখন খুব সহজেই মানুষ ফেমাস হতে পারে, আবার অনেকেই নিজের প্রতিভাকেও ফুটিয়ে তুলতে পারে বহু মানুষের সামনে।





এখন আর কারোর প্রতিভা ধামাচাপা পড়ে যাবে না। এখন যে কেউ চাইলেই নিজের প্রতিভাকে বহু মানুষের সামনে তুলে ধরতে পারে। আবার সোশ্যাল মিডিয়া থেকে অনেক মানুষই টাকা রোজগার করে থাকে। সোশ্যাল মিডিয়া আজ বিনোদন মাধ্যম, তার পাশাপাশি রোজগারেরও একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। মানুষ নিজের অলস সময় কাটাতে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে থাকে। সম্প্রতি অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।





দেব ও রুক্মিণী নিজেদের ফিল্মের প্রমোশনের জন্য বাংলাদেশ গিয়েছিলেন। আমরা সকলেই জানি দেব ও রুক্মিণীর নিজেদের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। এরই উৎকৃষ্ট দৃষ্টান্ত মেলে এই ভিডিওটিতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে নিজেদের ফিল্মের প্রমোশনে বাংলাদেশে গেলে সেখানকার তাদের ফ্যানেরা এক্সাইটেড হয়ে দেব কে জড়িয়ে ধরে। সেদিন তারা দেবের জন্মদিন সেলিব্রেটও করে কেক কেটে। ভিডিওতে ধরা পড়ে দেব তার ফ্যানদের নিজের হাতে কেক খাইয়ে দিচ্ছেন। ফ্যানদের সাথে কিছু ভালো মুহূর্ত কাটানোর পর দেব বাংলাদেশি সাংবাদিকদের সাথেও কথা বলেন।





বাংলাদেশি দর্শকদের ধন্যবাদ জানান তাকে এত ভালোবাসার জন্য তথা সাপোর্ট করার জন্য। অভিনেতা দেবের এমন অমায়িক ব্যবহার দেখে অবাক হয়েছেন অনেকেই। এই ভিডিওটি আউটডোর মিডিয়া নামক ইউটিউব চ্যানেলে এক বছর আগে আপলোড করা হয়েছিল। ভিডিওটি ইতিমধ্যে দুই লাখের বেশি মানুষ দেখেছেন। বহু মানুষ লাইক ও কমেন্ট করেছেন। এই ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই এপার বাংলা এবং ওপার বাংলার দর্শকেরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছে দেবের। আপনারা এখনও যদি ভিডিওটি না দেখে থাকেন তবে দেখে নিতে পারেন।।




