




বলিউডের অন্যতম সেরা জুটি হলো ধর্মেন্দ্র-হেমা মালিনীর জুটি। সিনেমা জগতে আসার আগেই ধর্মেন্দ্র প্রকাশ কৌর কে বিয়ে করেছিলেন। তাদের একত্রে 4 সন্তান আছে- সানি দেওল, ববি দেওল, অজিতা ও বিজেতা। সিনেমায় নিজের কেরিয়ার শুরুর পর হেমা মালিনীর সাথে তার সম্পর্ক হয়। তাদের একত্রে দুই মেয়ে আছে- ঈষা দেওল ও অহনা দেওল। ইশা ও অহনার কথা তো আমরা কম বেশি জানিই। কিন্তু অজিতা আর বিজেতা নিজেদেরকে লাইমলাইটের থেকে দূরেই রাখেন।





আজ আমরা ধর্মেন্দ্রর এই দুই মেয়ের ব্যাপারে বলব- ধর্মেন্দ্রর এক মেয়ে ইউএস এ থাকে, আরেক মেয়ে থাকে দিল্লি। একজন সাইকোলজিস্ট, অপরজন বিজেনস ডাইরেক্টর। 21 শে জুন 1962 সালে বিজেতা জন্মায়। তার স্বামীর নাম বিবেক গিল। তার এক মেয়ে ও এক ছেলে আছে। বিজেতা বর্তমানে রাজকমল হোল্ডিংস এন্ড ট্রেন্ডিং প্রাইভেট লিমিটেড এর ডায়রেক্টর। অজিতা সানফ্রান্সিসকোর এক স্কুলে সাইকোলজির শিক্ষিকা।





জানিয়ে রাখি হেমা মালিনীর সাথে বিয়ে করার জন্য ধর্মেন্দ্র ধর্ম পরিবর্তন করেছিলেন। আসলে ধর্মেন্দ্রর বর্তমান স্ত্রী প্রকাশ কৌর তাকে ডিভোর্স দিতে চাননি। তাই বাধ্য হয়ে ধর্মেন্দ্র ও হেমা মালিনী ধর্ম পরিবর্তন করেন। ধর্ম পরিবর্তন করে তাদের নাম রাখেন যথাক্রমে দিলবার খান ও আয়েশা বী। ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রথম সন্তান ঈশা দেওল ফিল্মি জগতের সাথে যুক্ত ছিলেন। কিন্তু বর্তমানে তিনি স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছেন।




