পুরো রোবটের মত মিউজিকের প্রত্যেকটা বিটের পারফেক্ট নাচের স্টেপ, এই গরমে পিপিই পরেই ডিউটির ফাঁকে ডাক্তারের নাচের ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল

চলতি বছরটা আমাদের অনেক শিক্ষা দিয়ে গেল। অনেক শিক্ষার মধ্যে একটি শিক্ষা হলো ডাক্তার,নার্স এবং পুলিশকে সম্মান করা। যেভাবে তারা দিনরাত এক করে মানুষের পাশে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। বিশেষত প্রত্যেক জেলা শহর গ্রামাঞ্চলের ডাক্তাররা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যেভাবে রোগীদের সেবা করে চলেছেন, এককথায় তা অনবদ্য।
রোগীদের সেবা করতে করতে বহু চিকিৎসক এবং আক্রান্ত হয়ে পড়ছেন এই মহামা’রী কবলে। কিন্তু তাও কোনভাবেই তারা নিজেদের মানসিক শক্তি হারিয়ে ফেলছেন না। তাদের দেখে সুস্থ হয়ে উঠছেন আ’ক্রান্ত মানুষেরা।

এই মহামা’রী যতটা শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলছে, তার থেকেও বেশি প্রভাব ফেলছে মানুষের মান’সিক অবস্থার উপর। এই মহামা’রী মানুষকে মানুষের থেকে আলাদা করে দিচ্ছে। সে যাত্রাতেও প্রিয়জনের কাছে যাওয়া যাচ্ছে না, এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি। কোনো পাড়ায় বা শহরে কেউ করোনা আক্রান্ত হলে, এতটাই খারাপ ব্যবহার করছেন তার আশেপাশের মানুষেরা, তাতে আক্রা’ন্ত রোগী সুস্থ হবার বদলে উল্টে অসুস্থ হয়ে পড়ছেন।তাই যেকোনো ভাবে আক্রান্ত রোগীদের মানসি’ক জোর বাড়ানোর চেষ্টা করে চলেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের এমনই মনোবল বাড়ানোর একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলো। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন চিকিৎসক হাসপাতালের ভেতরে নাচে মত্ত।এই অভিনব পন্থায় তিনি সাধারণ মানুষকে হেরে যাওয়ার হাত থেকে উদ্ধার করছেন।

মহামা’রী বিরু’দ্ধে এতদিন লড়াই করেও ক্লান্ত না হয় অনবরত সেবা করে যাচ্ছেন তারা। চিকিৎসক এবং নার্সদের প্রতিনিয়ত সেবায় সুস্থ হয়ে উঠেছেন বহু মানুষ। অদূর ভবিষ্যতে যখন আমাদের পৃথিবী সুস্থ হয়ে উঠবে,তখন অবশ্যই সবার আগে আমাদের ধন্যবাদ জানানো উচিত এই চিকিৎসক এবং নার্সদের। এই যোদ্ধারা যদি অনবরত যু’দ্ধ না করে যেতেন, তাহলে হয়তো আমাদের পৃথিবী কোনদিন সুস্থ হয়ে উঠত না। চিকিৎসকের এই অভিনব পন্থা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই পৌঁছে গেছে বিশ্ববাসীর কাছে। প্রত্যেকে চিকিৎসককে বাহবা জানিয়েছেন তার কর্মের জন্য।সকলেরই ধারণা, এইভাবে একে অপরের যদি পাশে দাঁড়ানো যায়, তবে অদূর ভবিষ্যতে আমাদের যু’দ্ধ জয় করা সম্ভব হবে।

https://www.facebook.com/198230903525774/posts/3919991104683050/

Related Posts

দুধের ব্যবসায় দুধের ঘাটতি দেখেও চাকরি ছেড়ে নিজেই দুধের ব্যবসা শুরু করে আজ যেভাবে তিনি 200 কোটি টাকার বেশি মূল্যের দুধের ব্যবসা দাঁড় করালেন

আমাদের দেশ প্রতিদিন উন্নতি করে চলেছে। এখন আমাদের দেশে এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, বড়ো বড়ো বিল্ডিং প্রভৃতি আছে। এখন আমাদের দেশের যুবসমাজ সরকারি চাকরি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ঝোঁক দেখাচ্ছে।…

10 কিমি পায়ে হেঁটে এই IAS অফিসার সবজি কিনতে যান, এমনভাবে জীবনযাত্রা পালন করেন দেখে মনে হবে তিনি একজন সবজি বিক্রেতা

আমাদের দেশে আইএএস ও আইপিএস অফিসারদের সরকার থেকে বেশ ভালোভাবেই দেখাশোনা করা হয়। তাদের সবরকম সুখ-সুবিধার খেয়াল সরকার রাখেন। ফলে সাধারণ মানুষেরা কোনদিন ভাবতেই পারেননি যে কোন…

পড়তে বসে রেগে গিয়ে বাবাকে মেয়ের প্রশ্ন “তুমি মাকে বিয়ে” করলে কেন? মা তোমার থেকে অন্য ভালো বর পেতো, ভিডিও ঝরের গতিতে ভাইরাল

গত দুই মাসের মধ্যে আমরা অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পেরেছি। কখনো কেউ ভালো গান গেয়ে, কেউবা ভালো নাচ করে মনোরঞ্জন করেছেন সকলের।…

গবেষণায় দেখা গেছে অল্পবয়সী দম্পতিরাই বিয়ের পর বেশি পরিমাণে মাদকাসক্ত হয়ে পড়ছে, কারণ জানলে চমকে যাবেন

বিয়ে করার মনোভাব সাধারণত দুই রকমের হয়। এক হয় সদর্থক, অর্থাৎ কেউ বিয়ে করতে চান।আর এক হয় নঙর্থক অর্থাৎ কেউ বিয়ে করতে চান না। হ্যাঁ তবে বিয়ে…

পা অচল, বয়সের বাধ্যক্য ঘিরে ধরেছে, তবু নৌকা নিয়ে নদী থেকে বজ্র পদার্থ নিকেশ করে পরিবেশের স্বচ্ছতাকে বজায় রাখতে বদ্ধপরিকর রাজাপ্পন

ভারতবর্ষের খুব কম মানুষই আছেন যারা স্বচ্ছ ভারত অভিযানের নিজেদের শামিল করে ভারতবর্ষকে পরিষ্কার রাখতে চান। ভারতের প্রধানমন্ত্রী যতই স্বচ্ছ ভারত অভিযান শুরু করুক না কেন, ভারতবর্ষের…

হাতজোড় করে জল চাইছে তৃষ্ণার্ত কাঠবিড়ালি, ভিডিও দেখলে আপনি আশ্চর্য হবেন ভাইরাল সেই ভিডিও

“কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও?”না পেয়ারা নয় বরং তৃষ্ণার্ত অবস্থায় হাতজোড় করে জল চাইছে কাঠবিড়ালি। সারা ভারতবর্ষ জুড়ে যে করোনা আবহ চলছে, তাতে পথঘাটের চাইতে নেট দুনিয়ায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *