পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে যেমন রাজনীতি বিদ, তেমনি তিনি শিল্পী বটে। তিনি যেমন পারেন ছবি আঁকতে, তেমনি পারেন কবিতা লিখতে, পিয়ানোটা তিনি মন্দ বাজান না। তাড়াতাড়ি ছবি প্রায় এক কোটি টাকাতে বিক্রি হয়। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তার কবিতা ছাত্র-ছাত্রীদের পাঠসূচিতে সংযোজন করা হয়েছে।
সম্প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গান রচনা করেছেন। তার এই বহুমুখী প্রতিভার প্রমাণ আমরা বহুবার পেয়েছি। ফের তার এই প্রতিভার নিদর্শন পাওয়া গেল গানের মধ্য দিয়ে।সম্প্রতি তিনি যে গানটি রচনা করেছেন তার নাম হলো,”যৌবন জাগো নতুন ভোরে”।গানটিতে সুর দিয়েছেন দেবজ্যোতি বসু।গানটি গেয়েছেন সারেগামাপা তে অংশগ্রহণ কারী ১১ জন প্রতিযোগী।
এর সাথে ও সুরে সুর মিলিয়েছেন আরো ৬ টি জেলার খুদে শিল্পিরা।সম্প্রতি এই গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। গানটি পোস্ট করার সাথে সাথেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে।গানটিতে বর্তমান সমস্যার সাথে লড়াই করে আগামী দিনের নতুন সূর্যের অপেক্ষা করতে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত সমাজের যুব সমাজকে আরো উদ্যোগী হতে আহ্বান করেছেন তিনি।তার এই গানটিতে প্রশংসা করেছেন বহু নেটিজেনরা। অনেকে আবার দিদির কাছে নিজের সমস্যা জানাতে ভোলেননি।
দেখুন সেই গানের ভিডিও
https://www.facebook.com/364551790278835/posts/3407335342667116/