




বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন আলিয়া ভাট। আলিয়া ভাট খুব কম সময়েই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। এর মুখ্য কারণ হিসেবে মহেশ ভাটের কথা বলা হয়ে থাকে। মহেশ ভাট আলিয়ার বাবা ও বলিউডের নামকরা ডাইরেক্টর। 14 জুন 2020 তে বলিউডের বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যু হয়। তিনি আত্মহত্যা করেছিলেন বলে জানা যায়।





তারপর থেকেই মহেশ ভাট ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সম্পর্ক নিয়ে বহু তথ্য উঠে এসেছে। এক ইন্টারভিউতে আলিয়া জানান মহেশ ভাট তার বিয়ে দিতে চান না। তিনি বলেন বিয়ের কথা উঠলেই মহেশ ভাট ভয় পেয়ে যান, ভাবেন বিয়ে হয়ে গেলে আলিয়া তার থেকে দূরে চলে যাবেন। মহেশ ভাটের বড়ো মেয়ে পূজা ভাট। বহু বছর আগে “স্টারডাস্ট” ম্যাগাজিনে পূজা ও মহেশ ভাটের অন্তরঙ্গ ফটো কভার পেজে দেখা যায়।





ছবিটিতে একে অপরকে স্মুচ করছিলেন এই বাবা-মেয়ের জুটি। একবার মহেশ ভাট ও পূজা ভাটের চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। এরপর বাবার পাশে পূজাকে দাঁড়তে দেখা গেছে। আলিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতুহল প্রচুর। জানা যাচ্ছে বলিউডের চকলেটি বয় রণবীর কাপুরের সাথে সম্পর্কে জড়িয়েছেন আলিয়া। “ব্রহ্মাস্ত্র” সিনেমার শুটিং এর সময় থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। শোনা যাচ্ছে প্রথমবার রণবীর কাপুরের কোনো প্রেমিকাকে তার মা মেনে নিয়েছেন।




