




অনেক সময় ফিল্মের শুটিং চলাকালীন অভিনেত্রীরা প্রেগনেন্সির কথা জানতে পারেন। সেই সময় অনেককেই শুটিং জারি রাখতে হয়। আবার কেউ কেউ মিথ্যের সাহায্যও নেন। আজ আমরা এমনই কিছু অভিনেত্রীদের ব্যাপারে বলব-





1/ মাধুরী দীক্ষিত- মাধুরী দীক্ষিত বলিউডের দিগ্গজ অভিনেত্রীদের মধ্যে অন্যতম। শোনা যায় “দেবদাস” ফিল্মের শুটিং এর সময় তিনি প্রেগনেন্ট ছিলেন। কিন্তু তাও তিনি ফিল্মে নেচে ছিলেন।
2/ কারিনা কাপুর খান- বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী কারিনা কাপুর খান। কারিনা নিজের কেরিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। শোনা যায় তিনি “বীরে দি ওয়েডিং” ও “লাল সিং চড্ডা” ফিল্মের শুটিংয়ের সময় প্রেগনেন্ট ছিলেন।





3/ হেমা মালিনী- “রাজিয়া সুলতান” ফিল্মের শুটিং চলাকালীন হেমা মালিনী প্রেগনেন্ট ছিলেন।
4/ ঐশ্বর্য রাই বচ্চন- ঐশ্বর্য রাই বচ্চন কোনো এক ফিল্মের শুটিং এর সময় প্রেগনেন্ট হয়ে যান। এই কারণে তিনি শুটিং জারি রাখতে পারেন না। যার ফলে ডিরেক্টর ভীষণ রেগে যান।





5/ শ্রীদেবী- “জুদাই” ফিল্মের শুটিং চলাকালীন শ্রীদেবী প্রেগনেন্ট হয়ে পড়েন। সেই সময় তিনি অবিবাহিত ছিলেন।
6/ কাজল আগরওয়াল- শোনা যায় তিনি “দ্য ঘোস্ট” ফিল্মের শুটিং এর সময় প্রেগনেন্ট হয়ে যান। এই কারণে তাকে ফিল্ম থেকে বাদ দেওয়া হয়।





7/ কাজল- বলিউডের বিখ্যাত অভিনেত্রী কাজল দেবগন “উই আর দি ফ্যামিলি” ফিল্ম এর শুটিং এর সময় প্রেগনেন্ট হয়ে যান। তবুও তিনি শুটিং পুরো করেছিলেন।
8/ ফরাহ খান- “ওম শান্তি ওম” ফিল্মের শুটিং এর সময় তিনি প্রেগনেন্ট ছিলেন। পরে তিন সন্তানের মা হন।





9/ জয়া বচ্চন- “শোলে” ফিল্মের শুটিং এর সময় তিনি প্রেগনেন্ট ছিলেন।
10/ জুহি চাওলা- বলিউডের প্রতিভাবান অভিনেত্রী জুহি চাওলা “ঝংকার বিটস্” এর শুটিং এর সময় প্রেগনেন্ট ছিলেন।




