ফুটপাত থেকে যে ভাবে ল’ড়াই করে পড়াশোনার মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে এই কিশোরী উপহার পেল ফ্ল্যাট

ভালো করে খোঁজ নিয়ে দেখা যাবে, আমাদের দেশে বিদ্যাসাগরের মতো বহু ছেলেমেয়ে আছে যারা পথের ধারে রাস্তার আলোয় পড়াশোনা করে। এমনই একটি মেয়ে হলো ভারতী খান্ডেরকর। মেয়েটির বাবা পেশায় দিনমজুর। পূর্বে তাদের ঠিকানা ছিল কুঁড়েঘর। কিন্তু প্রশাসনিক কাজে সেই কুড়ে ঘরটি ভেঙে দেওয়া হয়।

টাকার অভাবে পরে এই বাড়ি তৈরি করা বা অন্য কোন বাড়ি ভাড়া নেওয়া সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে পরিবারের অন্যান্যদের সাথে ফুটপাতেই বসে থাকতে মেয়েটি। ফুটপাতে বসেই পড়াশুনা করতো সে। দিনের বেলা রাস্তার যানজটের এবং গাড়িঘোড়ার আওয়াজে পড়া হত না তার, তাই রাত্রিবেলা নিঃশব্দে রাস্তায় বসে পড়াশোনা করতো মেয়েটি।

ইন্দোর টু নিগমের মার্কেট সংলগ্ন ফুটপাতের এই মেয়েটি এবছর মাধ্যমিকে ৬৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে।ভবিষ্যতে আই এ এস হবার ইচ্ছা আছে ভারতীর।খবরটি কানে যেতেই ইন্দোরের পুর কমিশনার প্রতিভা পাল ভারতীর রেজাল্ট দেখতে আসেন।রেজাল্ট দেখে তিনি এতটাই খুশি হন যে ভারতীকে একটি আস্ত ফ্ল্যাট তিনি উপহার করেন। যাতে ফুটপাতে তাদের আর থাকতে না হয় সেই কারণেই এই উদ্যোগ।

ফ্ল্যাট ছাড়াও একাদশ শ্রেণির কিছু বই, খাতা, পেন্সিল, পেন টেবিল-চেয়ার, জামা কাপড় এই সব কিছুর ব্যবস্থা করে দেন প্রতিভা দেবী। এছাড়া যাতে ভবিষ্যতে ভারতীর পড়াশোনা করতে কোন অসুবিধা না হয় সেই ব্যবস্থা করেন তিনি।ভারতের বাবা দশরথ খুব আনন্দিত। তিনি সংবাদমাধ্যমকে জানান, ভারতী সারাদিন ছোট ভাইবোনদের দেখাশোনা করত, সাথে রান্নাতে মাকে সাহায্য করত।

পড়াশুনো করত প্রত্যেকদিন রাত জেগে। তিনি অথবা তার স্ত্রী পালা করে রাত জেগে ভারতের কাছে বসে থাকতেন।এইভাবে দিনের পর দিন কষ্ট করে পড়াশোনা করে আজ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে পেরেছে মেয়েটি।খবরটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হবার পর বহু মানুষ মেয়েটিকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়েছে।

Related Posts

শারীরিক প্রতিকূলতাকে জয়, শিক্ষকতাকে পেশার মাধ্যমে যেভাবে হাজারো হাজারো গরিব শিশুকে শিক্ষাদান করে যাচ্ছেন তিনি

জীবনে এমন অনেক কিছুই ঘটে যার জন্য আমরা প্রস্তুত থাকিনা,তবুও মেনে নিতে হয়।আবার অনেক সময় জন্মগত কিছু প্রতিবন্ধকতা থাকে যা নিয়মিত স্বাভাবিক জীবনজাপনের ক্ষেত্রে অনেক বাধ সৃষ্টি…

সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে সফল বাপি। অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা সোশাল মিডিয়া

জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক। এর পরের ধাপ ই হলে উচ্চ মাধ্যমিক। এই দুটি পরীক্ষায় ভালো নম্বর ভবিষ্যতের ভালো ক্যারিয়ার গড়ার রাস্তা খুলে দেয়। অনেকেই এই পরীক্ষায়…

মুদি দোকানীর মেয়ে যেভাবে কঠিন লড়াইয়ে হলেন IAS অফিসার, গর্বিত করলেন বাংলার এই কন্যা

মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মেধাবী ছাত্র-ছাত্রী দের কথা আমরা অনেক আগেও অনেকবার শুনেছি। অদম্য ইচ্ছাশক্তি থাকলে সমস্ত বাধা অতিক্রম করা যায়। শারীরিক প্রতিবন্ধকতা কোনভাবেই…

যে পদ্ধতিতে প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করে ভারত বিশ্বকে তাক লাগিয়ে দিলো

সারা বিশ্বের দূষণের মূল উপাদান হলো প্লাস্টিক। প্লাস্টিকের প্রধান সমস্যা হলো এটি পুনর্ব্যবহারযোগ্য নয়। ২০১৬ সাল থেকে ভারতীয় সেনাবাহিনী ইঞ্জিনিয়াররা সমস্যার সমাধানের পথ দেখিয়েছেন বিশ্বকে।পুনর্ব্যবহারযোগ্য নয় এমন…

বাড়িতে তুলসী গাছ থাকলে এই ৫টি কাজ ভুলেও করবেন না, সংসারে অমঙ্গলের ছায়া ঘিরে ধরবে

প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ দেবী হিসেবে পূজিত হন। বহু পুরনো যুগ থেকেই সন্ধ্যেবেলা তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে শুরু হয় সন্ধ্যারতি।হিন্দু ঘরের নারীরা সংসারে সুখ এবং…

ব’জ্রপা’তে বিহারে নিহ’ত ৮৩, উত্তরপ্রদেশে ২৪

বিহার এবং উত্তর প্রদেশের অনেক জেলায় বজ্রপাতের খবর পাওয়া গেছে। বিহারের ব’জ্রপা’তে ৮৩ জনের মৃ’ত্যু হয়েছে। উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি দেওরিয়ায় নয়জন মা’রা গেছেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কুমারের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *