ফেসবুকে গানের ভিডিওই ফিরিয়ে দিল ভাগ্য, বলিউডে পা রাখছে হুগলির আদিবাসী কিশোরী

এক শিক্ষক ও শুভাকাঙ্খীর উদ্যোগে এবার বলিউডের সঙ্গীত জগতে পা রাখতে চলেছে হুগলির ইটাচুনা গ্রামের আদিবাসী কিশোরী চাঁদমণি হেমব্রম। ওই কিশোরীর কন্ঠে নেহা কক্করের ‘ও হামসফর’ গান ফেসবুকে পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে গিয়েছিল। সেই গান শুনেই চাঁদমণির সঙ্গে যোগাযোগ করেন তাবড় তাবড় শিল্পীরা। তাঁদের হাত ধরেই বলিউডে পাড়ি দিতে চলেছে কিশোরী।

ইটাচুনা গ্রাম পঞ্চায়েতের মুল্টি গ্রামের এই কিশোরী চাঁদমণি হেমব্রম সারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠের দশম শ্রেনীর ছাত্রী। তিন বোনের মধ্যে চাঁদমনিই বড়। দশ বছর আগে বাবার মৃত্যুর পর কঠিন জীবনযুদ্ধে শামিল হতে হয় চাঁদমণিকে। সংসারের হাল ধরতে মা মালতী হেমব্রমের সঙ্গে মাঠে গিয়ে ধান রোয়ার কাজ করার পাশাপাশি পড়াশুনা চালিয়ে যেতে থাকে ওই কিশোরী। দু’বেলা দু’মুঠো খাবার জুটত না, অথচ ছোট থেকেই রবীন্দ্রসঙ্গীত তার মনকে টানে। তাই পাশের বাড়িতে মিউজিক সিস্টেমে গান শুনে গুন গুন করত সারাক্ষণ।

তবে সাঁওতাল এই কিশোরীর এগিয়ে যাওয়ার পথে প্রথম থেকেই সাহায্য করে এসেছেন দুর্গাপুরের চিরঞ্জিত ধীবর ও হুগলির শ্যাম হাঁসদা। শ্যামবাবু ত্রাণ বিলি করতে এসে চাঁদমনির গান রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। অন্যদিকে, দুর্গাপুরের স্কুল শিক্ষক চিরঞ্জিত ধীবর তাঁরই ফেসবুক পেজ থেকে শেয়ার করেন চাঁদমণির গান। সেই পোস্ট দেখেই চিরঞ্জিতবাবুর সঙ্গে যোগাযোগ করেন বলিউডের শিল্পীরা। ধীরে ধীরে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে সাঁওতাল কিশোরীর।

অবশেষে পঞ্জাবের খ্যাতানামা শিল্পী আয়শান আদ্রির মিউজিক ডিরেকশানে মুক্তি পেতে চলেছে চাঁদমণির ‘জুদাইয়া বে’। গানটি লিখেছেন আরবান স্বরাজ। এই গানটি বড় কোনও মিউজিক কোম্পানি ও টিভি চ্যানেল দ্বারা প্রমোট করা হবে। জানা গিয়েছে, চিরঞ্জিতবাবুর মাধ্যমে ইন্ডিয়ান আইডল সিজন-১২ তে অংশ নেওয়ার জন্য যোগাযোগ করা হয়েছে চাঁদমণির সঙ্গে। সব মিলিয়ে এক অন্যজগতের অপেক্ষায় চাঁদমণি।

Related Posts

কারিনা কাপুর এই ভিক্ষুক বাচ্চাটির সাথে যা দুর্ব্যবহার করলেন তা দেখে সোশ্যাল মিডিয়া নিন্দার ঝড়

25 ডিসেম্বর, ক্রিসমাস সারা দেশে উদযাপিত হয়েছিল। সাধারণ মানুষের পাশাপাশি, বলিউডের সমস্ত তারকারাও নিজস্ব উপায়ে ক্রিসমাস উত্সবটি উদযাপন করেছিলেন। বড়দিন আনন্দের উত্সব। প্রতি বছর সব জায়গায় এর…

“বাবার জন্যই আমি আজ এখানে, স্টার কিড হয়ে জন্মেছি এ আমার কর্মফল”, বললেন সোনম কাপুর

গত রবিবার, ১৪ জুন, বলিউডের নবীন তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহ’ত্যার খবরে শিউড়ে উটেছে গোটা দেশ। অভিযোগ উঠেছে, এই মৃ’ত্যুর নেপথ্যে রয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড়দের প্রভাব…

৮ জন বলিউড অভিনেত্রী যারা বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন, ৬ নাম্বার কে দেখলে অবাক হবেন…

একটি শিশুকে জন্ম দেওয়া যেকোন মায়ের জন্য সম্মানজনক বিষয়, কিন্তু বিয়ের আগে একটি সন্তান থাকা ভারতীয় সমাজে একটি কঠিন পরিস্থিতি হতে পারে। হলিউডে, বিবাহের আগে গর্ভবতী হওয়ার…

সামনেই আসছে শ্রাবন মাস, আজ থেকে মহাদেবের স্বাতী নক্ষত্র যোগে এই রাশির জাতকদের ওপর পড়বে যে বিশেষ প্রভাব

প্রত্যেক মানুষেরই ভবিষ্যৎ জানার একটি আকুলতা থাকে, সেই কারণে বারবার তারা ছুটে যান বিভিন্ন জ্যোতিষীদের কাছে। জ্যোতিষ শাস্ত্রে একটি মানুষের বাধা-বিপত্তিকে কাটিয়ে দেবার উপায় থাকে। বিভিন্ন গ্রহ…

এই জুলাই থেকে পাঁচটি বড়োসড়ো পরিবর্তন এনেছে সরকার দেখে নিন সে গুলি কি কি

করোনার সংকটের মাঝে, কেন্দ্রীয় সরকার 30 জুন থেকে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রেসময়সীমা বাড়িয়েছে, জনগণকে একটি বড় ত্রাণ দিয়েছিল, আয়কর ফেরত ফেরত দেওয়া, আধার-প্যান লিঙ্ক ফাইল করা, ছোট সঞ্চয়ী…

মাত্র ১ টাকায় ইডলি, পরিযায়ী শ্রমিকদের এভাবেই খাবার যোগাচ্ছেন তামিলনাড়ুর বৃদ্ধা

৮৫ বছরের বৃদ্ধা কে কমলাথল। ৩০ বছর ধরে তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরে ইডলি বিক্রি করছেন তিনি। দাম মাত্র এক টাকা। এই ৩০ বছরে বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হলেও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *