




যেকোনো দম্পতির জন্যই মা-বাবা হওয়া খুব আনন্দের সময়। অনেকেই বিয়ের পরপরই সন্তানসুখ লাভ করেন। আবার কেউ কেউ বছরের পর বছর কেটে গেলেও এই খুশির খবর শুনতে পান না। এই সন্তান না হওয়ার কষ্ট একজন মা খুব ভালো করে বোঝেন। নিজে তো মানসিকভাবে কষ্ট পান-ই, সমাজ ও তাকে ছেড়ে কথা বলে না। বর্তমান সময়ে প্রযুক্তি বেশ উন্নত।





এখন আইভিএফ এর মাধ্যমেও সন্তান লাভ করতে পারে বাবা-মায়েরা। এক 32 বছরের মহিলাও এই ভাবেই সন্তান লাভ করেছেন। এটা খুবই স্বাভাবিক এখনকার সময়ে এসে। কিন্তু তার মা হওয়ার ঘটনা সাড়া ফেলে দিয়েছে নেট পাড়ায়। বিয়ের পর থেকে তিনি এবং তার স্বামী সন্তান জন্ম দেওয়ার বহু চেষ্টা করেছেন। কিন্তু কোনভাবেই তা সম্ভব হয়ে ওঠেনি।





তাই বাধ্য হয়ে তারা আইভিএফের সাহায্য নেন এবং এরপরই তারা সন্তান আসার খুশির খবর পান। প্রথমে ইউএসজি করে আন্দাজ করা হয়েছে হয়তো তিনি চার সন্তানের মা হতে চলেছেন। এরপর গর্ভধারণের 6 সপ্তাহে ইউএসজি’র মাধ্যমে পুরোপুরি শিওর হওয়া যায় যে চারটি ভ্রুন তার গর্ভে বেড়ে উঠছে। এই খবর সামনে আসার পর ডাক্তার এবং





নার্সেরা বিভিন্ন বিকল্প পদ্ধতি তাদেরকে জানান যার মাধ্যমে তারা এক বা একাধিক ভ্রূণ কে গর্ভেই নষ্ট করে দিতে পারেন। কিন্তু সেই দম্পতি রাজি হন না। বিয়ের 8 বছর পর যখন তাদের কাছে চারটি সন্তান আসতে চলেছে তখন তা থেকে নিজেদেরকে বঞ্চিত করতে চাননি এই মহিলা। সময়ের আগেই চার সন্তানকে জন্ম দেন তিনি। প্রিমেচিউর ডেলিভারি হওয়ায় তাকে কয়েকদিন আইসিইউতে রাখা হয়েছিল। একসাথে চার সন্তানের বাবা মা হতে পেরেছেন বলে তারা ভীষণ খুশি।




