




পরিশ্রমের মাধ্যমে অনেক কঠিন কাজই সহজে করা সম্ভব। আপনি যদি কোনো কাজে অসফল হয়ে থাকেন তাহলে ভাগ্যকে দোষারোপ না করে নিজের ভুলের উপর কাজ করা উচিত। আজ আমরা এমনই এক ব্যক্তির কথা বলব, যার নাম তানভীর আহমেদ খান। জম্মু-কাশ্মীরের কুলগ্রাম জেলার বাসিন্দা তানভীর আহমেদ খান। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তার বাবা গ্রীষ্মকালে চাষাবাদ করতেন এবং শীতকালে পাঞ্জাব এ গিয়ে রিকশা চালাতেন।





এমন পরিস্থিতিতে তানভীর সরকারি স্কুল থেকে পড়াশোনা করেন আর ইন্টারমিডিয়েটের পড়াশোনা রজলু কুণ্ড থেকে করেন। 2016 সালে তানভির আহমেদ অনন্তনাগ কলেজ থেকে ডিগ্রি নিয়ে পাস করেন। জানিয়ে রাখি ছোট থেকেই তানভীর পড়াশোনায় খুব ভাল ছিলেন। তিনি কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেন। তিনি অর্থশাস্ত্র নিয়ে এম.এ পাস করেন। এম.এ-র শেষ বর্ষে তিনি জেআরএফ ক্লিয়ার করেন।





এরপর তিনি এম.ফিল এর প্রস্তুতিতে লেগে পড়েন। এই সময়ে তার মনে ইউপিএসসি পরীক্ষায় বসার ইচ্ছা জাগে। এরপর তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। তানভীর জানান তিনি ছোটো থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছেন। তার এই পরিশ্রমে পরিবারের প্রত্যেকেই সমানভাবে সহায়তা করেছেন তাকে। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। তানভীরের মামা তখন আর্থিকভাবে সহায়তা করেন। তানভীর আরও জানান তার মামা না শুধু আর্থিক ভাবে তাকে সাহায্য করেছেন।





তার পরিবারকে মানসিকভাবেও সর্বদা সাহায্য করেছেন। 2021 সালে তানভীরের পরিশ্রম সফল হয়। তিনি ইউপিএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে আইএএস অফিসার হন। তার এই সফলতায় তার বাবা ভীষণ খুশি হয়েছেন। তিনি বর্তমান যুব সমাজকে বলেন নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য বৈকল্পিক পথ অবলম্বন করতে। তিনি জানান জম্মু-কাশ্মীরের যুবক-যুবতীরা অনেক বেশি প্রতিভাবান তারা চাইলে যেকোনো ক্ষেত্রে নিজেদের নাম উজ্জল করতে পারেন। তানভীর আহমেদ খান আজ বহু নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের অনুপ্রেরণা।।




