




আপনি যদি কোনো কাজে সফলতা পেতে চান, তবে হার না মেনে চেষ্টা করে যেতে হবে আপনাকে। আর বিশ্বাস রাখতে হবে নিজের ওপর। এক আইএএস অফিসারের ব্যাপারে বলব যিনি এই বিশ্বাসের ওপর ভর করে প্রথমে আইআইটি থেকে পড়াশোনা করেন, পরে উইপিএসসি পরীক্ষায় ভালো স্থান লাভ করেন। এই আইএএস অফিসারের নাম রবি আনন্দ। ঝাড়খণ্ডের দুমকার বাসিন্দা রবি আনন্দ এক মধ্যবিত্ত পরিবারের সন্তান।





দশম ও দ্বাদশ শ্রেনীর পড়াশোনা তিনি রাজস্থানের কোটা থেকে করেন। দ্বাদশ শ্রেণীতে ভালো ফল হওয়ায় তিনি আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন। এরপর তিনি রিলায়েন্স কোম্পানি তে ভালো পদে চাকরিও পেয়ে যান। কিন্তু তিনি প্রাইভেট জবে খুশি ছিলেন না। এরপর তিনি নিজের দাদার সাথে দিল্লি চলে যান এবং কোচিং সেন্টারে ভর্তি হন। তিনি জানান ইউপিএসসি পরীক্ষার সিলেবাস ভালো ভাবে বুঝে নেওয়ার পরই তিনি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন।





তিনি আরও বলেন যে সমস্ত পরীক্ষার্থী ইউপিএসসি পরীক্ষা দিতে চায় তারা খবরের কাগজ পড়ে নিজেকে আপডেটে রাখতে পারে এবং ব্যাসিকের জন্য এনসিআরটি-র বই বেশ ভালো। রবি আনন্দ ইউপিএসসি পরীক্ষার প্রথমবারে সফলতা লাভ করতে পারেননি। তাই তিনি 2017 সালে আবার পরীক্ষা দেন এবং সেইবার 79 তম স্থান লাভ করে আইএএস অফিসার হয়ে যান। এই সফলতায় তার পরিবার ভীষণ খুশি হয়েছে। আজ তিনি বহু মধ্যবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা। তিনি দেখিয়ে দিয়েছেন হার না-মেনে চেষ্টা করে যাওয়ার ফলে স্বপ্ন পূরণ হতে পারে।




