




সোশ্যাল মিডিয়ায় রোজদিনই কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে থাকে। এক ঘেয়ে জীবনের প্রতি যখন আমাদের বিতৃষ্ণা চলে আসে তখন সোশ্যাল মিডিয়াই আমাদের আনন্দ দেয়। কখনও নাচের ভিডিও, কখনও গানের আবার কখনও বিভিন্ন পশু পাখির ভিডিও এই সবই আমাদের আনন্দ দিয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় পশু পাখির ভিডিও মানুষের চেয়ে কম কিছু ভাইরাল হয় না।





আমরা সোশ্যাল মিডিয়ায় মাঝেমাঝেই সাপ সম্পর্কিত অনেক ভিডিও দেখে থাকি। সাপ এমন একটি প্রানী যাকে কম বেশি সবাই ভয় পাই। সোশ্যাল মিডিয়ায় আবারো এমনই একটি ভিডিও দেখা গেল। এই ঘটনাটি ঘটেছে ব্রাজিল এ। ভিডিও টিতে দেখা যাচ্ছে একটি এনাকন্ডা রাস্তার ট্রাফিক আটকে রেখেছে। আসলে সে রাস্তার এই পার থেকে ওই পারে যাচ্ছিল এবং কিছু মানুষ তাকে সাহায্য করছিল।





তারা দুই দিক দিয়ে আসা গাড়ী গুলি কে দার করাচ্ছিল যাতে কোন দুর্ঘটনা না হয়। এই ভিডিওটি করেছেন, “Italo Nascimento Fernandes” নামের একজন এবং এই ভিডিওটি পোস্ট করা হয়েছে “thedarksideofnature” নামের একটি ফেসবুক সাইট থেকে। ভিডিও টি এখন ও পর্যন্ত 27 মিলিয়ন মানুষ দেখেছেন। ভিডিও আপনি এখনো পর্যন্ত না দেখে থাকলে দেখেনিন এবং জানান আপনার ভিডিওটি কেমন লাগলো।।