




আগেকার দিনে মেয়েদের পরিধি রান্নাঘর আর বাড়ির কাজের মধ্যেই সীমিত ছিল। পড়াশোনাতে মেয়েদের কোনো অধিকার ছিল না। কিন্তু আজ মেয়েরা এমন কিছু করে দেখাচ্ছে যার জন্য কেবল পরিবার নয় বরং গোটা দেশের গর্ব হচ্ছে। আজ আমরা আপনাদের ভাগলপুর জেলার শালিনী ঝা এর কথা বলব।





21 বছরের শালিনী ঝা বিশ্বের সবথেকে বড়ো সফটওয়্যার কোম্পানি গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদে চাকরি পেয়েছে। শালিনীর বার্ষিক আয় 60 লাখ হবে বলে জানা যাচ্ছে। শালিনী দ্বাদশ শ্রেণীতে 96.2% মার্কস পেয়ে স্কুল পাস করে। সে এখন ইন্দিরা গান্ধী দিল্লি টেকনোলজি ফর ওম্যান এ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে।





শালিনী তার বাবা কামেশ্বর ঝা কে নিজের অনুপ্রেরণা মনে করে। কামেশ্বর ঝা পড়াশোনা কে তপস্যা মনে করেন। শালিনী বলে তার পরিবার সর্বদা তাকে সাহস জুগিয়ে এসেছে। এর পাশাপাশি তার অধ্যাপক ও অধ্যাপিকারাও তাকে খুব সাহায্য করেছে পড়াশোনায়। আপনাদের জানিয়ে রাখি অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভে শালিনী অস্ট্রেলিয়ান সফটওয়্যার কোম্পানি অটলেস্সিয়ান থেকে 51.5 লাখ টাকা প্যাকেজের চাকরি পায়।





কিন্তু শালিনী অফ ক্যাম্পাস চাকরির চেষ্টা করতে থাকে এবং গুগলে এপ্লাই করে। 7 রাউন্ড ইন্টারভিউ হওয়ার পর শালিনীর সিলেকশন হয়ে যায়। শালিনীর ছোটো থেকেই পড়াশোনা করতে ভালো লাগে। শালিনী বলে বন্ধুত্ব সর্বদা ভালো মানুষের সাথে করতে হয়। এতে নিজের ব্যক্তিত্বে সদর্থক পরিবর্তন আসে। নিজের ভুল নিয়ে কাঁদার বদলে তা শুধরে এগিয়ে যাওয়াতে বিশ্বাসী শালিনী।




