বোনকে হিং’স কুকুরের থেকে উ’দ্ধার করতে গিয়ে আ’ক্রান্ত হয়ে ছোট্ট ছেলেটির মুখে পড়ল ৯০ টা সে’লাই, নেট দুনিয়ায় ভাইরাল সেই ছবি

ভাই বোনের ভালোবাসা আর পাঁচটা সম্পর্কের থেকে সম্পূর্ণ আলাদা। এরা একে অপরের জীবন বাঁ’চাতে নিজের জীবন বাজি রাখতেও পারে। এই পৃথিবীতে সকল ভাইবোনের মধ্যে এমন ভালোবাসার বন্ধন সর্বদা অটুট। তবে প্রমাণ করার হয়ত সুযোগ হয়ে ওঠে না। চার বছরের ছোট বোনকে কুকুর থেকে বাঁ’চাতে গিয়ে নির্ম’মভাবে আহ’ত হয়েছে ৬ বছর বয়সী ছোট্ট ভাই।নিজের জীবন বিপ’ন্ন করে হলেও বাঁ’চিয়েছে নিজের বোনের প্রাণ।

ব্রিজারের মুখে ৯০ টি সেলাই। গত ৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের উয়োমিং রাজ্যের ঘটনা। চার বছর বয়সী মেয়েটিকে হ’ঠাৎ আ’ক্রমণ করে একটি এক বছরের একটি জার্মান শেফার্ড কুকুর। সেই আ’ক্রমণ থেকে তাকে বাঁ’চাতে ছুটে আসে তার ৬ বছর বয়সী ভাই ব্রিজার ওয়াকার। তবে কুকুরের আ’ক্রমণ থেকে বোনকে বাঁ’চাতে পারলেও নিজে ওই কুকুরের আ’ক্রমণের মুখে পড়ে। মা’রাত্ম’কভাবে আহ’ত হয় সে।কুকুরটি তার গাল কা’ম’ড়ে ধরে। কুকুরের ধা’রাল দাঁ’তে ক্ষ’তবিক্ষ’ত হয়ে যায় শিশুটির গা’ল। কোনমতে কুকুরটি থেকে নিজেদের বাঁ’চাতে পারে এই ভাই-বোন। গু’রুতর আহ’ত ব্রিজারের ২ ঘণ্টা অ’স্ত্রোপ’চার করেন চিকিৎসকরা।

ওই কুকুরের জন্য নিজেও যে আহ’ত হয়েছে সে সম্পর্কে তার কোন হু’শ নেই। নিজের বাবাকে সে বলেছে, “এই কুকুরের হা’মলায় যদি কারও মৃ’ত্যু হ’ত তাহলে সেটা আমি হ’তাম। বোন নয়।” এই কথা শুনে ব্রিজারের বাবা চুপ হয়ে যান। পরে ব্রিজারের মুখে ৯০টি সেলাই দেয়া হয়েছে। তার এই বীর’ত্বের জন্য সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে এ রকম সাহ’সিকতার জন্য হিরো হয়ে উঠেছেন এই শিশু। তার এই অসামান্য সাহ’সিকতার জন্য এই শিশুটিকে সাম্মানিক বিশ্ব চ্যাম্পিয়ান উপাধি দিয়েছে ওয়ার্ল্ড বক্সিং ফেডারেশন।

সম্পর্কের সমীকরণ বয়স বেশি হোক বা কম, বদলায় না কোনদিন। তা প্রমাণ করে দেখালো ৬ বছর বয়সী এই ছেলে। তারে সাহ’সিকতার ঘটনা সোশ্যাল মিডিয়া সংবাদমাধ্যমে প্রচার করেন ব্রিজারের পরিবার। সঙ্গে সঙ্গে তার সাহসিকতার চিত্র ফুটে উঠে সকলের সামনে।

মাত্র ৬ বছর বয়সে এই শিশুর সাহ’সিকতাকে সম্মান জানিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যানা হ্যাথওয়ে। তিনি এই ছোট্ট শিশুটির সুস্থতা কামনা করেছেন ।অ্যাভেঞ্জার্সের ক্যাপ্টেন আমেরিকা ক্রিস ইভান্সও প্রশংসা করেছেন। শিশুর এই সাহ’সিকতার প্রশংসায় হ্যাথওয়ে ইন্সটাগ্রামে লিখেছেন,”আমি রোমা’ঞ্চ প্রিয় নই। কিন্তু যখন আমি ব্রিজারকে দেখলাম তখন থেকে মনে হলো আমি একজন সুপারহিরোকে জানি।” ৯০টি সেলাই পড়েছে তার মুখে। তবুও অন্তরের আ’ত্মা বোনকে বাঁচিয়ে সে খুশি।

Related Posts

বয়স একশো বছর, তবুও জং পড়েনি আবেগে, এই বয়সেও নিজে হাতে আঁকা শাড়ি বিক্রি করে উপার্জন করেন এই বৃদ্ধা

প্রতিদিন সকালে পদ্মম নায়ার খুব সকালে ঘুম থেকে ওঠেন, সংবাদপত্র পড়েন। বয়স একশো বছর প্রায়।চিত্রকর্ম, বুনন এবং আনুষঙ্গিক কাজকর্ম করেন। যদিও বয়সের সাথে খুবই বেমানান তবুও নিজের…

মাথায় হাত চীনের, রাতারাতি ভারতে চিনা অ্যাপ বন্ধ করে দেওয়ায় চীনের বিদেশমন্ত্রকের প্রতিক্রিয়া কি জানেন?

গত ১৬ জুন রাতে লাদাখ সীমান্তে ভারতীয় সেনার ওপর আক্রমণ করার ঘটনার ঠিক ১৫ দিনের মাথায় কড়া জবাব দিল ভারত। সোমবার রাতারাতি ভারতে ব্যান করে দেওয়া হল…

মনোবল আর হার্ড ওয়ার্ক নিয়ে কৃষকের কন্যা ইউপিএসসি পরীক্ষাটি নিজের চেষ্টায় পাস করলো

যদি সাহস এবং আবেগ থাকে তবে প্রতিটি গন্তব্য সহজ, কৃষকের কন্যা ইউপিএসসি পরীক্ষাটি নিজের চেষ্টায় পাস করল কেউ কেউ ঠিকই বলে, সাফল্য কখনই স্নেহশীল হয় না।সাফল্য পাওয়ার…

অফিসে ম্যানেজার বাবুকে মাস্ক পরতে অনুরোধ করায় মহিলা সহকর্মীকে অফিসেই মা’রধ’র করে, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় এক মহিলাকে মা’রধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পৌছে গেল। বেশ কয়েকটি খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি ওই মহিলার সাথে অন্ধ্রপ্রদেশ পর্যটন বিভাগের অধীনে একটি হোটেলের…

সামাজিক মাধ্যমে ফাঁ’স প্রেমিকের সাথে অ’ন্ত’র’ঙ্গ মুহুর্ত , মুহুর্তে ভাইরাল টিকটক স্টারের ভিডিও

বর্তমানে মানুষ বিভিন্ন ভাবে বিখ্যাত হতে চায়। অনেকেই চায় জনপ্রিয়তার স্বাদ পেতে। তাই বর্তমানে সোশ্যাল মিডিয়াকে বেছে নিচ্ছেন অনেক তরুণ তরুণীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের সুপ্ত প্রতিভার…

সড়ক দূ’র্ঘটনায় পা হারিয়েছেন বাবা! সংসারের হাল ধরতে বাস চালাচ্ছেন মেয়ে..

সড়ক দূ’র্ঘটনায় পা হারিয়েছেন বাবা! সংসারের হাল ধরতে বাস চালাচ্ছেন মেয়ে.. – মহিলারা চাইলে অনেক কিছু করতে পারে তার প্রমাণ পাওয়া গেল আরো একবার। বারানগরের মেয়ে কল্পনা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *