মাত্র ১০ টাকা ফি নিয়ে জীবনের শেষ বয়স পর্যন্ত মানুষের সেবা করে গেলেই এই মহান ডাক্তারবাবু

সাধারণ মানুষ চিরকালই ডাক্তারকে এবং ভগবানকে একই আসনে বসিয়েছেন। যেকোনো রকম বি’পদ থেকে একমাত্র ডাক্তার উ’দ্ধার করতে পারবেন, এমনটাই মনে করেন প্রত্যেক মানুষ। কিছু কিছু ডাক্তার সত্যিই এমন থাকেন, যাদের দেখলে মনে হবে তারা সত্যি ভগবানের স্বরূপ। এমনই একজন ডাক্তারের নাম আনপ্পা বালী। তিনি ৫০ বছর আগেও যা কাজ করতেন, আজও তাই করে যাচ্ছেন। নাক কান এবং গলা বিশেষজ্ঞ ডাক্তারের বয়স ৭৯ বছর। তিনি এখনো সকাল সাড়ে দশটায় প্রত্যেকদিন তার চেম্বার খুলেন, বন্ধ করেন সন্ধে ছটায়।

মাঝখানে নেন একটি ছোট্ট বিরতি। এরপর আবার সন্ধ্যে আটটার সময় তিনি তার চেম্বার খুলেন, বন্ধ করেন রাত দশটায়। প্রত্যেকদিন তিনি প্রায় ৮০থেকে ১০০ জন রোগী দেখে চলেছেন। এই কাজে তার সহায়তায় থাকেন তিনজন ব্যক্তি।কিন্তু এবার প্রশ্ন হল, প্রত্যেক ডাক্তারের প্রায় প্রত্যেক দিন এই নিয়মে রোগী দেখা চলে। তাহলে এই ডাক্তার বাবুর মধ্যে নতুনত্ব কি??? কেন এই ডাক্তারবাবুকে সকলে ভগবানের চোখে দেখেন?? উত্তর একটাই,তিনি প্রত্যেক রোগের থেকে ফি বাবদ নেন মাত্র ১০ টাকা।যেসকল রোগীরা একেবারেই দারিদ্র্যসীমার নিচে থাকে, তাদের থেকে তিনি কোন টাকা নেন না। এই উদারতার পেছনে অনেকটাই দায়ী তার জীবনের কষ্ট দুঃখে বড় হওয়া। একসময় দারিদ্রতা তাকে গ্রা’স করেছিল।

তিনি জানেন যে তার বাবা-মা কতটা কষ্ট করে তাকে ডাক্তারি পড়িয়েছিলেন। পরিবারের কয়েকজন এর সাহায্যে তিনি শেষ পর্যন্ত ডাক্তারি পাশ করেছিলেন। ১৯৯৮ সালের প্রাইভেটে প্র্যাকটিস করার আগে তিনি কর্নাটকে বেলাগাভি জেলায় গ্রামীণ হাসপাতালে সরকারি ডাক্তার হিসেবে কাজে নিয়োগ হন। এরপর থেকে একটা নিরলস পরিশ্রম করে আসছেন তিনি। কি ডাক্তার হিসেবে সত্যি ভগবানের রূপ। এইরকম মানুষজনকে মন থেকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করে। কুর্নিশ জানাতে হয় এই ভগবান রুপি মানুষকে।

Related Posts

বোনকে হিং’স কুকুরের থেকে উ’দ্ধার করতে গিয়ে আ’ক্রান্ত হয়ে ছোট্ট ছেলেটির মুখে পড়ল ৯০ টা সে’লাই, নেট দুনিয়ায় ভাইরাল সেই ছবি

ভাই বোনের ভালোবাসা আর পাঁচটা সম্পর্কের থেকে সম্পূর্ণ আলাদা। এরা একে অপরের জীবন বাঁ’চাতে নিজের জীবন বাজি রাখতেও পারে। এই পৃথিবীতে সকল ভাইবোনের মধ্যে এমন ভালোবাসার বন্ধন…

বয়স একশো বছর, তবুও জং পড়েনি আবেগে, এই বয়সেও নিজে হাতে আঁকা শাড়ি বিক্রি করে উপার্জন করেন এই বৃদ্ধা

প্রতিদিন সকালে পদ্মম নায়ার খুব সকালে ঘুম থেকে ওঠেন, সংবাদপত্র পড়েন। বয়স একশো বছর প্রায়।চিত্রকর্ম, বুনন এবং আনুষঙ্গিক কাজকর্ম করেন। যদিও বয়সের সাথে খুবই বেমানান তবুও নিজের…

মাথায় হাত চীনের, রাতারাতি ভারতে চিনা অ্যাপ বন্ধ করে দেওয়ায় চীনের বিদেশমন্ত্রকের প্রতিক্রিয়া কি জানেন?

গত ১৬ জুন রাতে লাদাখ সীমান্তে ভারতীয় সেনার ওপর আক্রমণ করার ঘটনার ঠিক ১৫ দিনের মাথায় কড়া জবাব দিল ভারত। সোমবার রাতারাতি ভারতে ব্যান করে দেওয়া হল…

মনোবল আর হার্ড ওয়ার্ক নিয়ে কৃষকের কন্যা ইউপিএসসি পরীক্ষাটি নিজের চেষ্টায় পাস করলো

যদি সাহস এবং আবেগ থাকে তবে প্রতিটি গন্তব্য সহজ, কৃষকের কন্যা ইউপিএসসি পরীক্ষাটি নিজের চেষ্টায় পাস করল কেউ কেউ ঠিকই বলে, সাফল্য কখনই স্নেহশীল হয় না।সাফল্য পাওয়ার…

অফিসে ম্যানেজার বাবুকে মাস্ক পরতে অনুরোধ করায় মহিলা সহকর্মীকে অফিসেই মা’রধ’র করে, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় এক মহিলাকে মা’রধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পৌছে গেল। বেশ কয়েকটি খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি ওই মহিলার সাথে অন্ধ্রপ্রদেশ পর্যটন বিভাগের অধীনে একটি হোটেলের…

সামাজিক মাধ্যমে ফাঁ’স প্রেমিকের সাথে অ’ন্ত’র’ঙ্গ মুহুর্ত , মুহুর্তে ভাইরাল টিকটক স্টারের ভিডিও

বর্তমানে মানুষ বিভিন্ন ভাবে বিখ্যাত হতে চায়। অনেকেই চায় জনপ্রিয়তার স্বাদ পেতে। তাই বর্তমানে সোশ্যাল মিডিয়াকে বেছে নিচ্ছেন অনেক তরুণ তরুণীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের সুপ্ত প্রতিভার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *