যে পদ্ধতিতে প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করে ভারত বিশ্বকে তাক লাগিয়ে দিলো

সারা বিশ্বের দূষণের মূল উপাদান হলো প্লাস্টিক। প্লাস্টিকের প্রধান সমস্যা হলো এটি পুনর্ব্যবহারযোগ্য নয়। ২০১৬ সাল থেকে ভারতীয় সেনাবাহিনী ইঞ্জিনিয়াররা সমস্যার সমাধানের পথ দেখিয়েছেন বিশ্বকে।পুনর্ব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন তারা। কেন্দ্র সরকারের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে যে,প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে এখনো পর্যন্ত এক লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়ে গেছে।

প্লাস্টিকের রাস্তাগুলি তে ৬ থেকে ৮ শতাংশ থাকে প্লাস্টিক বর্জ্য, বাকী ৯২ থেকে ৯৪ শতাংশ থাকে বিটুমিন।এক লক্ষ কিলোমিটার রাস্তার প্রতি কিলোমিটার রাস্তা তৈরি করতে লেগেছে প্লাস্টিকের বর্জ্য। ১ টন করে প্লাস্টিকের বর্জ্যের জায়গায় যে বিটুমিন বেঁচেছে তার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ২০১৬ সালে প্রথমবার রাস্তা নির্মাণে প্লাস্টিকের ব্যবহার করার কথা ঘোষণা করেছিলেন। প্রথম ১১টি রাজ্যে রাস্তা তৈরিতে প্লাস্টিক ব্যবহার ব্যবহার করা হয়েছে।

গুরুগ্রাম মিউনিসিপাল কর্পোরেশন ২০১৮ সালে প্রথমবারের জন্য রাস্তা নির্মাণে প্লাস্টিকের ব্যবহার করেছিল। ছোট রাস্তা নির্মাণ ও তারা এখন প্লাস্টিকের বর্জ্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে। অসমে চলতি বছর থেকে রাস্তায় প্লাস্টিক বর্জ্য ব্যবহার করা শুরু হয়ে গেছে। সম্প্রতি জম্মু এবং কাশ্মীর এর ন্যাশনাল হাইওয়ে তৈরীর কাজে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। দিল্লি এবং মিরাট হাইওয়েতে প্লাস্টিকের রাস্তা তৈরি হয়ে গেছে। চলতি বছরেই প্লাস্টিকের রাস্তা তৈরির পরিমাণকে দ্বিগুণ করা হবে বলে জানানো হয়েছে।

ভারতে প্রতিদিন কমপক্ষে ২৫ হাজার ৯৪০ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এর মধ্যে ৬০% ফের ব্যবহার করা হয়, বাকি ৪০% স্থলভাগের নানা স্থানে, জলভাগে জমা হয়, যা ভবিষ্যতে বায়ুদূ’ষণ বা জলদূষণের সৃষ্টি করে। ভারতে এখনো যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি,এই অবস্থায় প্লাস্টিকের রাস্তা, প্লাস্টিকের দ্বারা বি’পদ কমাতে অত্যন্ত উপযোগী পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

শারীরিক প্রতিকূলতাকে জয়, শিক্ষকতাকে পেশার মাধ্যমে যেভাবে হাজারো হাজারো গরিব শিশুকে শিক্ষাদান করে যাচ্ছেন তিনি

জীবনে এমন অনেক কিছুই ঘটে যার জন্য আমরা প্রস্তুত থাকিনা,তবুও মেনে নিতে হয়।আবার অনেক সময় জন্মগত কিছু প্রতিবন্ধকতা থাকে যা নিয়মিত স্বাভাবিক জীবনজাপনের ক্ষেত্রে অনেক বাধ সৃষ্টি…

সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে সফল বাপি। অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা সোশাল মিডিয়া

জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক। এর পরের ধাপ ই হলে উচ্চ মাধ্যমিক। এই দুটি পরীক্ষায় ভালো নম্বর ভবিষ্যতের ভালো ক্যারিয়ার গড়ার রাস্তা খুলে দেয়। অনেকেই এই পরীক্ষায়…

মুদি দোকানীর মেয়ে যেভাবে কঠিন লড়াইয়ে হলেন IAS অফিসার, গর্বিত করলেন বাংলার এই কন্যা

মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মেধাবী ছাত্র-ছাত্রী দের কথা আমরা অনেক আগেও অনেকবার শুনেছি। অদম্য ইচ্ছাশক্তি থাকলে সমস্ত বাধা অতিক্রম করা যায়। শারীরিক প্রতিবন্ধকতা কোনভাবেই…

বাড়িতে তুলসী গাছ থাকলে এই ৫টি কাজ ভুলেও করবেন না, সংসারে অমঙ্গলের ছায়া ঘিরে ধরবে

প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ দেবী হিসেবে পূজিত হন। বহু পুরনো যুগ থেকেই সন্ধ্যেবেলা তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে শুরু হয় সন্ধ্যারতি।হিন্দু ঘরের নারীরা সংসারে সুখ এবং…

ব’জ্রপা’তে বিহারে নিহ’ত ৮৩, উত্তরপ্রদেশে ২৪

বিহার এবং উত্তর প্রদেশের অনেক জেলায় বজ্রপাতের খবর পাওয়া গেছে। বিহারের ব’জ্রপা’তে ৮৩ জনের মৃ’ত্যু হয়েছে। উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি দেওরিয়ায় নয়জন মা’রা গেছেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কুমারের…

এক শরী’রে দুই প্রা’ণ, অথচ দুজনেই ভিন্ন বিষয়ের শিক্ষক! একজন গণিতের একজন ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন

১৯৯০ সালের ৭ মা’র্চ জার্মানির মিনেসোটায় পেটি হেনসেলের দুই কন্যা জন্ম দিয়েছিল। তারা দুই বোন, তিনি নিজের সন্তানদেরকে ১০ মাস গ’র্ভে ধারণ করেছেন। একবারও ভাবেননি তাদের সন্তান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *