




বর্তমান জীবনের সাথে সোশ্যাল মিডিয়া ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। আজকাল মানুষ স্মার্টফোন কেনার সাথে সাথেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শুরু করে দেয়। বর্তমান সময়ে মানুষের জীবনের সাথে স্ট্রেস, হীনমন্যতা ও একাকীত্ব জড়িয়ে গিয়েছে। আর এই সবের থেকেই দূরে গিয়ে মানসিক শান্তি লাভের আশায় মানুষ দ্বারস্থ হচ্ছে সোশ্যাল মিডিয়ার।





এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিনই কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়েই থাকে। সোশ্যাল মিডিয়াতে না শুধু হাস্যকর বা স্কেচ ভিডিও দেখা যায় এর পাশাপাশি বিভিন্ন প্রতিভা যেমন নাচ, গান, আঁকা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো -এইসবের ভিডিও দেখা যায়। আগের সময় আর্থিক দুরাবস্থা, পরিবারের চাপ ও পড়াশোনার কারণে অনেককেই নিজের প্রতিভাকে মাঝপথে ছেড়ে দিতে হয়েছে।





কিন্তু এখন আর তা হবে না। সত্যিকারের প্রতিভাবান ব্যক্তি চাইলেই নিজের প্রতিভাকে আজ বহু মানুষের সামনে উপস্থাপিত করতে পারেন। এই সোশ্যাল মিডিয়া আজ সেই সুযোগ করে দিয়েছে। নিজের এই প্রতিভাকে সকলের সামনে উপস্থাপিত করার মাধ্যমে উপার্জনও সম্ভব, অনেকেই তা করছেন। এমনই একজন হলেন রায়গঞ্জের আব্দুল ঘাটার বাসিন্দা মিলি সরকার। তাকে মাঝে মাঝে ইনস্টাগ্রামে যোগ ব্যায়াম ও নাচের ভিডিও আপলোড করতে দেখা যায়।





সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা যাচ্ছে শর্ট ড্রেস ও প্যান্ট পরে “মন ভার গায়া হে জো তুমসে” গানের সাথে তাল মিলিয়ে অসাধারণ জিমনাস্টিক পরিবেশন করতে। তার এই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকেই তার আগামী ভবিষ্যৎ এর জন্য আশীর্বাদ করেছেন। ইতিমধ্যেই বহু মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। আপনারা যদি এখনও এই ভিডিও না দেখে থাকেন তবে দেখে নিতে পারেন।।