




শাহরুখ খান শুধুমাত্র বলিউডের “বাদশাহ” ই নন এছাড়াও তিনি রোমান্স কিংও। আজ তিনি নিজের পরিশ্রমের কারণে এই সফলতা অর্জন করতে পেরেছেন। কিন্তু একটা সময়ে বহু অভিনেত্রী তার সাথে কাজ করতে চাননি। আজ আমরা আপনাদের এমন কিছু অভিনেত্রী দের ব্যাপারে বলবো।





1. কঙ্গনা রানাওয়াত- বলিউডের “কুইন” কঙ্গনা বর্তমানে সফলতার চরম শিখরে রয়েছেন। তার সাথে কাজ করার জন্য বহু অভিনেতারা মুখিয়ে থাকেন। একটি রিপোর্ট থেকে জানা যায় এক সময় তাকে শাহরুখ খানের ফিল্ম “জোরি” অফার করা হয়েছিল। কিন্তু তিনি তা করতে না করে দেন। এর কারণ স্বরূপ তিনি জানান শাহরুখ খানের ফ্যান হওয়ায় নিজের লিমিট ক্রস তিনি করতে পারবেন না।





2. শ্রীদেবী- দিগ্গজ অভিনেত্রী শ্রীদেবীকে শাহরুখ খানের ফিল্ম “ডর” অফার করা হয়েছিল। কিন্তু তিনি এই ফিল্মটি অ্যাকসেপ্ট করেন নি। তিনি জানিয়েছিলেন এই ধরনের চরিত্রে তিনি আগেও অভিনয় করেছেন। অবশ্য শাহরুখ খানের অপর একটি ফিল্ম “জোরী”তে তাকে গেস্ট এপিরিয়েন্স করতে দেখা গেছে।





3. করিশ্মা কাপুর- শাহরুখ খানের ফিল্ম “কুছ কুছ হোতা হে” কারিশ্মা কাপুর কে অফার করা হয়েছিল। কিন্তু তিনি কোন অজানা কারণে ফিল্মটি করতে না করে দেন।





4. সোনাম কাপুর- বলিউড অভিনেত্রী সোনাম কাপুরকে কখনো শাহরুখ খানের সাথে অভিনয় করতে দেখা যায়নি। তিনি মনে করেন দর্শকদের তাদের জুটি ভালো লাগবে না।





5. সামান্থা- সাউথের বিখ্যাত অভিনেত্রী সামান্থা কে শাহরুখ খানের একটি ফিল্ম অফার করা হয়েছিল। কিন্তু তিনি কোনো কারণবশত সেই ফিল্মটি করতে না করে দেন।





6. হেমা মালিনী- হেমা মালিনীর ফিল্ম “দিল আশনা” থেকে শাহরুখ খান বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন। কিন্তু এরপর হেমা মালিনী আর শাহরুখ খানের সাথে কোনো ফিল্মে অভিনয় করেননি। এর কারণ স্বরূপ হেমা মালিনী জানিয়েছিলেন শাহরুখ খান ওভার অ্যাকটিং করেন এবং তার তোতলিয়ে কথা বলা হেমা মালিনীর পছন্দ না।





7. আমিশা পাটেল- 18 বছর বয়সে বলিউডে ক্যারিয়ার শুরু করা আমিশা পাটেল শাহরুখ খানের সাথে কোন ফিল্মে কাজ করেন নি। তিনি জানান শাহরুখ খানের সাথে তার জুটি মানাবে না তাই তিনি কাজ করেন নি।




