




আজ শাহরুখ খান বলিউডের চেনা মুখ। বর্তমানে শাহরুখ খান বলিউডে “বাদশাহ” নামে পরিচিত। বহু মেয়ের স্বপ্পের রাজকুমার তিনি। এই জনপ্রিয়তা তিনি বহু বছরের পরিশ্রমের ফলে পেয়েছেন। বলিউডের সাথে সরাসরি কোনো যোগাযোগ তার ছিল না। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে তিনি স্বপ্নের নগরী মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেন। মুম্বাইতে প্রতিদিন হাজার হাজার মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে যান। কিন্তু সকলের ভাগ্য সাথে থাকে না।





i
শাহরুখ খানের এই স্ট্রাগলের সময়ে তার পাশে ছিলেন গৌরী খান। গৌরী শাহরুখ খানকে সেই সময় বিয়ে করেন যখন তার কিছুই ছিল না, এক বুক স্বপ্ন ছাড়া। গৌরীকে সুখ কিনে দেওয়ার ক্ষমতা সেই সময় শাহরুখের না থাকলেও নিখাদ ভালোবাসা ও শান্তি দেওয়ার চেষ্টা করতেন। এরপর “দিওয়ানা” সিনেমা তে নেগেটিভ রোলে অভিনয় করে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নেন আজকের “কিং খান”।





এরপর বেশ কিছু ফ্লপ ফিল্মের শিকার হলেও কেরিয়ারে পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। শাহরুখ খান ও গৌরী খানের বিয়ের ছয় বছর পর তাদের কোল আলো করে আসে আরিয়ান খান। আরিয়ান খান তাদের প্রথম সন্তান। এক ইন্টারভিউতে শাহরুখ খান বলেছিলেন তিনি আরিয়ানকে সেই সব কিছু দেবেন যা তিনি কোনোদিন পাননি। গত 2 রা অক্টোবর মুম্বাই থেকে গোয়া গামী একটি ক্রুজে ড্রাগস পার্টি করার সময় এনসিবি দ্বারা গ্রেফতার হয় আরিয়ান।





এরপর থেকেই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে চলেছেন শাহরুখ ছেলে আরিয়ানকে বাঁচানোর। কিন্তু এখনও পর্যন্ত জামিন পাওয়া সম্ভব হয়নি। বর্তমানে আরিয়ান খান আর্থার রোড জেলের ব্যারাক নং 1 এ আছে। একবার সিমি গেরেবালের টক শো তে শাহরুখ খানকে আরিয়ান খানের নামকরণ এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন এই নাম হঠাৎই তার মনে এসেছিল। আর তিনি ভেবেছিলেন বড়ো হয়ে যখন আরিয়ান নিজের নাম মেয়েদের বলবে তখন ভালো ইম্প্রেশন হবে তার।




