




বলিউডের বিখ্যাত অভিনেত্রী শিল্পা শেট্টির বোন শামিতা শেট্টিকে বর্তমানে বিগ বস ওটিটি তে দেখা যাচ্ছে। বলে রাখি শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা অশ্লীল ভিডিও নির্মাণ ও অ্যাপে দেখানোর অপরাধে মুম্বাই পুলিশ দ্বারা গ্রেফতার হয়েছেন। মামলা যত এগোচ্ছে তত নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকে বহু অভিনেত্রী ও মডেল তার বিরুদ্ধে বিভিন্ন আরোপ লাগিয়েছেন।





এত কিছুর পরও বিজনেসম্যান রাজ কুন্দ্রাকে সাপোর্ট করেছেন শামিতা শেট্টি। তার প্রতিটি বয়ান ও কমেন্টস মানুষকে অবাক হতে বাধ্য করেছে। এরপর থেকেই তাকে হতে হচ্ছে ট্রোলের শিকার। পরিবারের এমন কঠিন পরীক্ষার সময় শামিতার “বিগ বস” এর হাউসে যাওয়া মানতে পারছে না অনেকেই। “বিগ বস” এ যাওয়ার পর থেকেই তার প্রতীক নামের অন্য কনটেস্টটেন্ট এর সাথে বাদ-বিবাদ লেগেই রয়েছে। যদিও প্রতীকের সাথে শুধু শামিতার না অন্যান্য কনটেসটেন্টদেরও বনিবনা হচ্ছে না।





শামিতা শেট্টি এর আগে অন্যান্য যে সমস্ত রিয়ালিটি শো তে অংশগ্রহণ করেছিলেন। সেখানেও তার ব্যবহার নিয়ে তাকে ট্রোলের শিকার হতে হয়েছিল। শামিতা শেট্টির এই মুহূর্তে “বিগ বস” এ যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান পুরোনো কমিটমেন্ট এর জন্য তাকে “বিগ বস” হাউসে যেতে হয়েছে। আপনাদের বলে রাখি এর আগে “বিগ বস সিজন 3” তেও অংশগ্রহণ করেছিলেন শামিতা। কিন্তু শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিয়েতে শামিল হতে শামিতা মাঝপথেই শো থেকে বেরিয়ে যান।





মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে শামিতা শেট্টির সাথে দুই-একদিন আগেই “বিগ বস ওটিটি” থেকে যোগাযোগ করা হয়। শামিতা শেট্টি বলিউডে “মোহব্বতে” সিনেমা দিয়ে ডেবিউ করেন। সিনেমাটি সুপারহিট হলেও তার অভিনয় নজর কারতে পারে নি দর্শকদের। এরপর তিনি ” মেরে ইয়ারকি সাদি হে “, ” সাথিয়া “, ” জহর ” এর মতো কিছু ফিল্মে কাজ করেছেন, কিন্তু লোকপ্রিয়তা লাভ করতে পারেননি।





গত বছর তাকে জী5 এর ওয়ের সিরিজ ” ব্ল্যাক উইডো” আর ” দ্য টেনেন্ট” এ দেখা গেছিল। তার খরচ খরচা নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি জানান তার সমস্ত খরচ তিনি নিজে চালান। এরপর থেকেই প্রশ্ন ওঠে বহু বছর ধরে শামিতা কোনো ফিল্ম করেননি তাহলে তার খরচ কীভাবে চালান? আসলে শামিতা একজন ইন্টেরিয়ার ডিজাইনার। এই প্রফেশন থেকে তার ভালো মতোই ইনকাম হয়ে যায়। এছাড়াও বিভিন্ন ব্রান্ড এনডর্সমেন্ট এর সাথেও যুক্ত আছেন শামিতা। এক রিপোর্ট অনুযায়ী শামিতার 1 থেকে 5 মিলিয়ন ডলারের সম্পত্তি আছে।।




