




গত 6 ই অক্টোবর আয়কর বিভাগ দেশের 6 টি রাজ্যের প্রায় 50 টি জায়গায় তল্লাশি চালায়। কিন্তু আয়কর বিভাগের আধিকারিকেরা অবাক তখন হন, যখন দেখেন হায়দ্রাবাদের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কয়েকটি আলমারিতে ভর্তি করে টাকা রাখা। উক্ত কোম্পানির থেকে প্রায় 142 কোটি টাকা পাওয়া গেছে। জানা যাচ্ছে কোম্পানিটি কেবল দেশেই নয় বরং বিদেশেও ওষুধের ব্যবসা করে থাকে।





যেই কোম্পানির কথা বলা হচ্ছে তাদের কাছে 36 রকমের অত্যাধুনিক প্রযুক্তির বিনির্মাণ সুবিধা আছে। এই কোম্পানিটি HIV/AIDS, নেফ্রোলজি, কার্ডিওবস্কুলর, নিউরোলজি, হেপাটাইটিস, অক্নোলজি প্রভৃতির ওষুধ তৈরি করে থাকে। এমনকি স্পুৎনিক-V নির্মাণের জন্যেও একটি রুশ কোম্পানির সাথে যোগাযোগ করেছিল। এই তল্লাশিতে আয়কর বিভাগ বহু ভুয়ো সংস্থার ব্যাপারেও জানতে পেরেছে, এমনকি জায়গা কেনার ভুয়ো কাগজও পাওয়া গেছে তাদের থেকে।





আয়কর বিভাগ দ্বারা বিভিন্ন ডিজিটাল মিডিয়া, দস্তাবেজ ও পেন ড্রাইভ বাজেয়াপ্ত করেছে। তল্লাশির পর থেকে টাকার বান্ডিলে ভর্তি আলমারিগুলির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অনেকেই নিজেদের মতামত ব্যক্ত করছেন। এক সোশ্যাল মিডিয়া ইউজার উক্ত কোম্পানির মালিককে “Squid Game” এর বিজেতা বলে ট্রোল করেছেন। 6 ই অক্টোবর মোট 550 কোটি কালো টাকা আয়কর বিভাগ দ্বারা প্রাপ্ত হয়েছে। এখনও তল্লাশি চলছে। এই প্রসঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন।




