হোটেলের ওয়েটার হিসেবে কাজ করতেন, সপ্তম প্রচেষ্টায় ইউপিএসসি এক্সাম এ পাশ করে, আইএএস অফিসার হলেন ইনি

সফলতা একদিনে আসে না কিন্তু পরিশ্রম করলে এক না একদিন ঠিক সফলতা আসে। আজ আমরা আপনাদের এমন এক আইএএস অফিসারের কথা বলব যিনি এক সময় হোটেলে ওয়েটারের কাজ করেছেন। তামিলনাড়ুর উত্তরীয় অম্বর এর বাসিন্দা জয়গনেশ তার বাবা এক প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। তাদের পরিবার বড় হওয়ার কারণে তার বাবা যা উপার্জন করতেন সবই পরিবারের ভরণপোষণে লেগে যেত। তবুও তার বাবা সন্তানদের বুনিয়াদি শিক্ষার ক্ষেত্রে কোন খামতি রাখেননি। ছোট থেকেই জয়গনেশ পড়াশোনায় ভালো ছিলেন।

হাইস্কুল এবং ইন্টারমিডিয়েট এর পরীক্ষায় ভালো মার্কস নিয়েই পাস করতেন তিনি। দশম শ্রেণী পাস করার পর তিনি পলিটেকনিক পরীক্ষা দেন এবং সেই পরীক্ষায় 91% নিয়ে পাস করেন। তান্থী পরীয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি একটি কোম্পানিতে আড়াই হাজার টাকা বেতনে চাকরি পান। এত কম বেতনে তার পরিবারের ভরণপোষণ সম্ভব হচ্ছিল না ভাই বোনদের মধ্যে সবথেকে বড় হওয়ায় তার দায়িত্বও ছিল অনেক।

পরিবারের দায়িত্ব আর নিজের স্বপ্নের মধ্যে থেকে তিনি উভয় কেই বেছে নেন এবং পরিবারের দায়িত্ব সামলিয়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। নিজের স্বপ্ন আর পরিবারের দায়িত্ব দুই সামলিয়ে চলা সত্যিই কঠিন। এক সময় তার চাকরি চলে যায়। এরপর তিনি বাধ্য হয়ে একটি হোটেলে ওয়েটারের কাজ করেন। হোটেলে কাজ করার পর সন্ধ্যেবেলা বাড়িতে এসে তিনি ইউপিএসসির পড়া করতেন। এত পরিশ্রমের পরেও তিনি ছয়বার ইউপিএসসি পরীক্ষায় অসফল হন।

কিন্তু তিনি হার মানেন না। এরমধ্যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স বিউরোতে তার চাকরি হয়ে যায়। সেন্ট্রাল ইন্টেলিজেন্স বিউরোতে কাজ করার পাশাপাশি তিনি ইউপিএসসির প্রস্তুতি নেওয়া জারি রাখেন। এরপর তিনি সপ্তম প্রয়াসে ইউপিএসসি পরীক্ষা পাশ করেন এবং অল ইন্ডিয়া 147 তম রাঙ্ক পান। প্রথমে তার অবশ্য বিশ্বাস হয়নি। কিন্তু তিনি যখন দেখেন তার স্বপ্ন পূরণ হয়েছে তখন তার আনন্দের সীমা থাকে না। জয়গনেশ সেই সমস্ত পরীক্ষার্থীদের অনুপ্রেরণা যারা পরিবারের দায়িত্বের কারণে নিজের স্বপ্নকে ভুলে যেতে বাধ্য হয়।।

Related Posts

নীল কমল কোম্পানি শুরু হয়েছিল বোতাম বানানো দিয়ে, আজ 123 কোটির টার্নওভার। ভারতের জনপ্রিয় চেয়ার কোম্পানির এত সাফল্যের আসল কাহিনী বেরিয়ে এলো ।

বর্তমান সময়ে অনেক ধরনের ফার্নিচার মার্কেট লঞ্চ হয়েছে। এইসব ফার্নিচারের দাম যেমন বেশি হয় তেমনই এইসব ফার্নিচারের দেখাশোনাও বেশি করতে হয়। কিন্তু একটা সময় ছিল যখন নীলকমল…

“পুষ্পা” ফিল্মের রক্ত চন্দন এর দাম জানেন কত? বিলুপ্ত এই চন্দন কীভাবে এল ফিল্মের সেটে? জানলে আপনিও চমকে যাবেন

সম্প্রতি রিলিজ হয়েছে আল্লু আর্জুনের ফিল্ম “পুষ্পা”। এই ফিল্ম রক্ত চন্দনের কাঠ নিয়ে তৈরি। আজ আমরা আপনাদের এই রক্ত চন্দনের কাঠ নিয়েই কথা বলব। রক্ত চন্দন অন্ধ্রপ্রদেশের…

নিজের ধর্ম বদলাবো না, অন্যের ধর্ম বদলাতে দেবো না! এই শর্তে মুসলিম মেয়েকে বিয়ে করলেন এই অবিনাশ! মেয়ে এলো ৮০০০ কিলো মিটার দুর থেকে

“প্রেম” শব্দটা ছোটো হলেও এর গভীরতা অনেক। প্রেমের সম্পর্ককে কোনোদিন ধর্ম, জাতি আটকাতে পারেনি। আপনারা অনেক সিনেমা দেখে থাকতে পারেন এই ধরনের। আজ আমরা বাস্তবের এক ঘটনা…

23 বছরের এই ভাই-বোনের জুটি 1 লাখ টাকা ইনভেস্ট করে যে অভিনব উপায়ে আজ 800 কোটি টাকার ব্যবসা দার করান, জানলে আপনিও অনুপ্রাণিত হবেন

একটি মেয়ে তার ভাইয়ের সাথে মিলে নিজেদের পরিবারকে সফলতার সেই শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছেন যা বড় বড় ব্যবসায়ীরাও পারেননি। 23 বছর বয়সে সাধারণত সকলে পড়াশোনা শেষ করে…

অমিতাভ বচ্চনের সাথে সম্পর্ক ভালো নয় তার ভাইয়ের, রোজ গারের দিক থেকেও তার ছোট ভাই অনেক এগিয়ে ! বিস্তারিত জানলে আপনিও অবাক হবেন

প্রয়াত কিংবদন্তি কবি হরিবংশ রাই বচ্চনকে কেনা চেনেন? ছোটবেলা থেকেই তাঁর কবিতা স্কুলে পড়ানো হয়। আজও মানুষ তার কবিতাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। কবি হরিবংশ রাই বচ্চন…

১৯০ কোটি টাকা লটারীতে জিতলেন এই মহিলা! কিন্তু তিনি না জেনে টিকিট সহ জামা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ফেলে, তারপর যা হলো

লটারি খেলাটিও একটি চমৎকার খেলা। ভাগ্য সহায় থাকলে যে কেউ মাটি থেকে আকাশে, আবার আকাশ থেকে মাটিতে পড়ে যেতে পারে। একজন মহিলার সাথে একই ঘটনা ঘটেছিল, তবে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *