১৩০ বছর পর শনি জয়ন্তীতে এই রাশির জাতক জাতিকাদের ওপর শনির ব্যাপক প্রভাব পড়তে চলেছে ।

হিন্দু মাইথোলজি অনুসারে আজকের দিনে নবগ্রহের অন্যতম শনি দেবের প্রকোপ এতটাই বেড়ে যায় যে প্রতিটি মানুষের জীবনেই কোনও না কোনও ভাবে তার প্রভাব পরে। আর এমনটা হওয়ার কারণে কারও জীবনে শুধরে যায়, তা কারও খাদের কিনারায় এসে দাঁড়ায়। শুধু তাই নয়, প্রতিটি রাশির জাতক-জাতিকাদের চরিত্রের উপরও শনি দেবের প্রভাব পরে থাকে। ফলে স্বভাবে বদল আসতে শুরু করে, যে সম্পর্কে এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হল।

বৈশাখ মাসের অমাবস্যার দিনে পালিত হয় শনি জয়েন্তী। আপনাদের জানিয়ে রাখি এই দিনেই জন্ম হয়েছিল শনি দেবের। তাই তো এই বিশেষ দিনে সারা দেশজুড়ে বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে। প্রসঙ্গত, এমনটা বিশ্বাস করা হয় যে শনি জয়েন্তীর দিন দেবের আরাধনা করলে দারুন সব ফল পাওয়া যায়। বিশেষত, শনির সাড়ে সাতির কোপে যারা পরেছেন তাদের জীবনে সুখ-শান্তি ফিরে আসে। সেই সঙ্গে সম্মান বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথও প্রশস্ত হয়। কিন্তু প্রশ্ন হল, আজকের দিনে শনি দেবের কেমন প্রভাব পরে বিভিন্ন রাশির উপর?

১. মেষরাশি:
আজ এই রাশির জাতক-জাতিকাদের উপর শনি দেবের এত মাত্রায় প্রভাব পরবে যে স্ট্রেস লেভেল বাড়বে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে একের পর এক বাঁধা আসার কারণে টার্গেট অ্যাচিভ করতেও বেশ সময় লেগে যাবে। শুধু তাই নয়, মদ্যপান এবং ধূমপানের মতো নেশার ঝোঁক বাড়ার সম্ভাবনাও রয়েছে। তাই শরীরকে সুস্থ রাখতে এই বিষয়টি মাথায় রাখতে ভুলবেন না যেন!

২. বৃষরাশি:
এদের তেমন কোনও ক্ষতি হবে না ঠিকই। কিন্তু আগামী কয়েকদিন প্রতিটি পদক্ষেপ বেশ সামলে ফেলতে হবে। তাহলেই খারাপ কিছু ঘটার আশঙ্কা একেবারে কমে যাবে। প্রসঙ্গত, বৃষরাশির জাতকদের উপর শনি দেবের আশীর্বাদ থাকার কারণে এই সময় তারা যে কাজই হাত দেবেন, তাতেই সফলতা মিলবে। শুধু তাই নয়, আশেপাশে শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে গুড লাকও সঙ্গ নেবে।

৩. মিথুনরাশি:
শনি দেবের প্রভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। সেই সঙ্গে জীবনে শান্তি এবং সমৃদ্ধির ছোঁয়া লাগতেও সময় লাগবে না। প্রসঙ্গত, আগামী কয়েকদিন মিথুনরাশির জাতক-জাতিকাদের গ্রহ-নক্ষত্রের অবস্থান এমন হবে যে শনি দেবের প্রভাবে সার্বিক উন্নতি লাভের পথ খুলতে শুরু করবে।

৪. কর্কটরাশি:
এই রাশির জাতক-জাতিকাদের উপর কিন্তু মারাত্মক খারাপ প্রভাব পরতে চলেছে। তাই আজ থেকে আগামী কয়েক দিন খুব সাবধানে থাকবেন। অকারণ রিস্ক নিতে যাবেন না। সেই সঙ্গে মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। কারণ শনি দেবের প্রভাবে এই সময় কর্করাশির অধিকারিদের মানসিক শান্তি যেমন দূরে পালাবে, তেমনি কর্মক্ষেত্রেও চাপ বাড়তে থাকবে। ফলে রাতের ঘুম যে উড়বেই সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

৫. সিংহরাশি:
এই রাশির জাতক-জাতিকাদের সামনের কয়েকদিন বেজায় মিশ্র প্রকৃতির হবে। এই যেমন ধরুন মানসিক শান্তি বজায় থাকবে ঠিকই! কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখিন হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কর্মক্ষেত্রে হঠাৎ করে চাপ বেড়ে যাবে এবং সেই কারণে শারীরিক ক্লান্তিও বাড়তে থাকবে। তাই তো বলি বন্ধু, শনি দেবের প্রকোপ থেকে বাঁচতে আজ একবার অন্তত শনি মন্দিরে ঢুঁ মারতে ভুলবেন না যেন!

৬. কন্যারাশি:
শনি দেবের আশীর্বাদ থাকবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। ফলে এই সময় কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের যোগ রয়েছে। শুধু তাই নয়, আগামী কয়েক দিনে অর্থনৈতিক উন্নতি লাভের সম্ভাবনাও বাড়বে। তাই তো বন্ধু কেরিয়ারকে অল্প সময়ে অনেকটা এগিয়ে নিয়ে যেতে যদি চান, তাহলে এই সপ্তাহে কর্মক্ষেত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। দেখবেন ফল পাবেন একেবারে হাতে-নাতে!

৭. তুলারাশি:
বাবা-মার সঙ্গে তো বটেই, তার পাশাপাশি প্রতিটি সম্পর্কেরই উন্নতি ঘটবে। সেই সঙ্গে তুলারাশির জাতকদের এই সময় গ্রহ-নক্ষত্রে এমন কিছু পরিবর্তন হবে যে পরিবারে সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগবে। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের মধ্যে জন্ম নেওয়া সব ধরনের ভুল বোঝাবুঝি মিটে যাবে।

৮. বৃশ্চিকরাশি:
আগামী কয়েকদিন একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে আপনাদের। কারণ শনি দেব একেবারেই প্রসন্ন নন আপনাদের উপর। তাই তো যে কোনও দিক থেকে বিপদ এসে থাবা বসাতে পারে। সেই কারণেই চোখ-কান খোলা রাখাটা জরুরি। শুধু তাই নয় এই সময়ে সহজে কারও উপর বিশ্বাস করতে যাবেন না যেন! আর জীবনের কোনও বড় সিদ্ধান্ত দয়া করে এই সপ্তাহে নেবেন না। প্রসঙ্গত, এই নিয়মগুলি মেনে চললে দেখবেন কিছুটা হলেও বিপদ কমবে!

৯. ধনুরাশি:
শনি দেবের বক্র দৃষ্টির কারণে অফিসে কাজের চাপ যেমন বাড়বে, তেমনি নানা কারণে এদিক-সেদিক বেশ ছোটাছুটি করতে হতে পারে। তাই বন্ধু এখন থেকেই মানসিকভাবে তৈরি হয়ে যান। প্রসঙ্গত, আরেকটি বিষয় মাথায় রাখতে হবে। তা হল এতদিন যা কর্ম করেছেন তার ফল এবার মিলতে চলেছে। তাই কোনও সময় যদি কারও যদি ক্ষতি করে থাকেন, তাহলে এবার একই ফাঁদে আপনার পরার পালা!

১০.মকররাশি:
এই রাশির রুলিং প্ল্যানেট হল শনি। তাই তো শনি জয়েন্তীর আগে এবং পরে এদের উপর বেশি প্রভাব পরে থাকে। এক্ষেত্রে হঠাৎ করে উন্নতি হওয়ার রাস্তা যেমন প্রশস্ত হয়, তেমনি মনোযোগ ক্ষমতার উন্নতি ঘটে। ফলে কর্মক্ষেত্রে হোক কী পড়াশোনায়, সব ক্ষেত্রেই সফলাত স্বাদ পেতে সময় লাগে না। প্রসঙ্গত, মকররাশির জাতক-জাতিকারা শুনে নিন আগামী কয়েক দিন আপনাদের উপর শনি দেবের এমন সুদৃষ্টি থাকবে যে অল্প পরিশ্রম করেই অনেক ফল পাবেন। তাই যে যার লক্ষ স্থির করে নিন। কারণ স্বপ্ন পূরণের জন্য এত ভাল সময় আর আসবে বলে তো মনে হয় না।

১১. কুম্ভরাশি:
মকর রাশির মতো এই রাশির জাতক-জাতিকাদেরও রুলিং প্ল্যানেট হল শনি। তাই আজ একবার দেবের সামনে গিয়ে মাথা ঠেকিয়ে নিন। তাহলেই দেখবেন আগামী কয়েক দিন কেউ আপনাকে ছুঁতে পারবে না। সেই সঙ্গে কর্মক্ষত্রে এবং সামাজিক জীবনেও সম্মান বৃদ্ধি পাবে।

১২. মীনরাশি:
শনি দেবের প্রভাবে এদের মানসিক শান্তি কিছুটা হলেও বিগ্নিত হবে। সেই সঙ্গে অফিসে কাজের চাপ বাড়বে। তাই স্ট্রেস লেভেলও যে বাড়বে সে বিষয়ে কোনও সন্দেহ নেই! তবে এই কদিন মীন রাশির জাতক-জাতিকাদের আধ্যাত্মিকতার প্রতি বেশ ঝোঁক বাড়বে।

Related Posts

দুধের ব্যবসায় দুধের ঘাটতি দেখেও চাকরি ছেড়ে নিজেই দুধের ব্যবসা শুরু করে আজ যেভাবে তিনি 200 কোটি টাকার বেশি মূল্যের দুধের ব্যবসা দাঁড় করালেন

আমাদের দেশ প্রতিদিন উন্নতি করে চলেছে। এখন আমাদের দেশে এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, বড়ো বড়ো বিল্ডিং প্রভৃতি আছে। এখন আমাদের দেশের যুবসমাজ সরকারি চাকরি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ঝোঁক দেখাচ্ছে।…

10 কিমি পায়ে হেঁটে এই IAS অফিসার সবজি কিনতে যান, এমনভাবে জীবনযাত্রা পালন করেন দেখে মনে হবে তিনি একজন সবজি বিক্রেতা

আমাদের দেশে আইএএস ও আইপিএস অফিসারদের সরকার থেকে বেশ ভালোভাবেই দেখাশোনা করা হয়। তাদের সবরকম সুখ-সুবিধার খেয়াল সরকার রাখেন। ফলে সাধারণ মানুষেরা কোনদিন ভাবতেই পারেননি যে কোন…

পড়তে বসে রেগে গিয়ে বাবাকে মেয়ের প্রশ্ন “তুমি মাকে বিয়ে” করলে কেন? মা তোমার থেকে অন্য ভালো বর পেতো, ভিডিও ঝরের গতিতে ভাইরাল

গত দুই মাসের মধ্যে আমরা অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পেরেছি। কখনো কেউ ভালো গান গেয়ে, কেউবা ভালো নাচ করে মনোরঞ্জন করেছেন সকলের।…

গবেষণায় দেখা গেছে অল্পবয়সী দম্পতিরাই বিয়ের পর বেশি পরিমাণে মাদকাসক্ত হয়ে পড়ছে, কারণ জানলে চমকে যাবেন

বিয়ে করার মনোভাব সাধারণত দুই রকমের হয়। এক হয় সদর্থক, অর্থাৎ কেউ বিয়ে করতে চান।আর এক হয় নঙর্থক অর্থাৎ কেউ বিয়ে করতে চান না। হ্যাঁ তবে বিয়ে…

পা অচল, বয়সের বাধ্যক্য ঘিরে ধরেছে, তবু নৌকা নিয়ে নদী থেকে বজ্র পদার্থ নিকেশ করে পরিবেশের স্বচ্ছতাকে বজায় রাখতে বদ্ধপরিকর রাজাপ্পন

ভারতবর্ষের খুব কম মানুষই আছেন যারা স্বচ্ছ ভারত অভিযানের নিজেদের শামিল করে ভারতবর্ষকে পরিষ্কার রাখতে চান। ভারতের প্রধানমন্ত্রী যতই স্বচ্ছ ভারত অভিযান শুরু করুক না কেন, ভারতবর্ষের…

হাতজোড় করে জল চাইছে তৃষ্ণার্ত কাঠবিড়ালি, ভিডিও দেখলে আপনি আশ্চর্য হবেন ভাইরাল সেই ভিডিও

“কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও?”না পেয়ারা নয় বরং তৃষ্ণার্ত অবস্থায় হাতজোড় করে জল চাইছে কাঠবিড়ালি। সারা ভারতবর্ষ জুড়ে যে করোনা আবহ চলছে, তাতে পথঘাটের চাইতে নেট দুনিয়ায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *