




ভারতের জনবসতি 130 কোটি। এই দেশেই রচিত হয়েছিল “কামসূত্র”। তবুও বর্তমান সময়ে এসে মানুষ সে’ক্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করেন না। একবিংশ শতাব্দীতে এসেও ভারতের বেশিরভাগ নাগরিকই সে’ক্সকে ট্যাবু ভাবেন। এই নিয়ে কেউ খোলামেলাভাবে কথা বললে তার চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে দ্বিধা বোধ করেন না অনেকেই। যদিও বলিউড প্রথম থেকেই এই ধরনের ব্যাপার নিয়ে যথেষ্ট খোলামেলা ভাবেই থাকে। ভারতের সব রকমের গতানুগতিক চিন্তাভাবনা ভাঙার পণ যেন বলিউড নিয়ে রেখেছে। আজ এমনই কিছু বলিউড সেলিব্রেটিদের কথা আপনাদের বলব।





• রণবীর সিং- রণবীর সিং এক ইন্টারভিউতে জানান 12 বছর বয়সেই তিনি ভার্জিনিটি হারিয়েছেন। তিনি আরও বলেন স্কুলে অন্যান্য বাচ্চাদের মায়েরা তাদের সন্তানদের তার সাথে মিশতে দিতে চাইতেন না।
• ইমরান হাশমি- করণ জোহরের টক শো “কফি উইথ করণ” এ ইমরান হাশমি কে তার জীবনের কোনো এক স্মরণীয় ঘটনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে তিনি কখনোই তার ওয়ান নাইট স্ট্যান্ডের কথা ভুলতে পারবেন না।





• রনবীর কাপুর- রনবীর কাপুর এক ম্যাগাজিনের সাথে ইন্টারভিউতে জানান 15 বছর বয়সে তিনি ভার্জিনিটি হারিয়েছেন।
• শাহিদ কাপুর- করণ জোহরের টক শো “কফি উইথ করণ” এ শাহিদ কাপুর জানান যে তিনি তার স্ত্রী মীরার সাথে গাড়িতে সে’ক্স করেছেন।





• অর্জুন কাপুর- একবার অর্জুন কাপুর বলেছিলেন যে পুরুষের জীবনে ভালোবাসার থেকে ইম্পরট্যান্ট সে’ক্স।
• সালমান খান- বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। তার বিয়ের জন্য অনুগামীরা হাপিত্যেশ করে বসে আছেন। করণ জোহারের টক শো তে সালমান খান জানান তিনি আজও ভার্জিন। তিনি তার ভার্জিনিটি জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষের জন্য বাঁচিয়ে রেখেছেন।





• করণ জোহার- করণ জোহার তার বায়োগ্রাফিতে জানান তিনি 26 বছর বয়সে ভার্জিনিটি হারিয়েছেন।
• আলিয়া ভাট- আলিয়া ভাট এক ইন্টারভিউতে জানিয়েছিলেন তার ফেভারিট সে’ক্স পজিশন হলো মিশনারি।





• দীপিকা পাদুকন- দীপিকা পাদুকোন এক ইন্টারভিউতে জানান যে তার মতে সেক্স ফিজিক্যালি ইন্টিমেসির থেকে বেশি ইমোশনাল ইন্টিমেসি হয়ে থাকে।
• সোনাম কাপুর- নেহা ধূপিয়ার টক শো তে সোনাম কাপুর জানান যে তিনি কখনোই তার কো অ্যাক্টরদের সাথে ফিজিক্যাল রিলেশনে ইনভলভ হননি।





• টুইংকেল খান্না- টুইংকেল খান্না জানান তার মতে সেক্স প্রতিটি বয়সের জন্যই সমান ইম্পর্টেন্ট। তিনি অক্ষয় কুমারকে এইজন্যই আরো বেশি আকর্ষক মনে করেন কারণ অক্ষয় কুমার সময়ের সাথে সাথে অনেকটাই বদলেছেন।।




