




বলিউডের খিলাড়ি অক্ষয়কুমারকে কে না চেনে! অক্ষয়কুমার নিজের চেষ্টায় আজ বলিউডের সুপারস্টার হতে পেরেছেন। আজ আমরা আপনাদের অক্ষয়কুমারের শালি রিঙ্কি খান্নার ব্যাপারে বলব। রিঙ্কি খান্না বলিউডের অভিনেত্রী ছিলেন। কিন্তু তার কেরিয়ার খুব একটা ভালো হতে পারেনি অভিনয়ের দুনিয়ায়।





তিনি 1999 সালে “প্যায়ার মে কাভি কাভি” থেকে বলিউডে ডেবিউ করেন। মাত্র 4 বছরের কেরিয়ারে তিনি 9 টি ফিল্মে কাজ করেছেন। রিঙ্কি খান্নার শেষ ফিল্ম “চামেলি” ছিল। যা 2003 সালে মুক্তি পায়। এরপর তিনি বিজনেসম্যান সমীর সরনকে বিয়ে করে লন্ডনে সেটেল করে যান। রিঙ্কি খান্না সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন না।





বিয়ের পর রিঙ্কির এক মেয়ে হয়। তার এই 17 বছরের মেয়ের নাম নাওমিকা। এরপর 2013 সালে তার এক ছেলে হয়। বেশ কিছুদিন আগে নাওমিকার একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে তাকে মা রিঙ্কি খান্না, দিদা ডিম্পল কপাড়িয়া ও মাসি টুইঙ্কল খান্নার সাথে দেখা যাচ্ছিল।





ছবিটি নেট-নাগরিকদের দ্বারা বেশ পছন্দ করা হয়েছিল। অনেকেই নাওমিকা কে বলিউডে কেরিয়ার শুরুর কথা বলেন। কিন্তু বর্তমানে নাওমিকা পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দিতে চায়। আপনাদের জানিয়ে রাখি রিঙ্কি খান্নার আসল নাম রিঙ্কল খান্না ছিল। যা বলিউডে আসার পর বদলিয়ে রিঙ্কি খান্না করা হয়।




