




দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রেশ্মিকা মন্দানা নিজের সৌন্দর্য ও অভিনয়ের দ্বারা দর্শকদের মন জিতেছেন। আজ তিনি কেবল ভারতেই জনপ্রিয় নন, পাশাপাশি অন্যান্য দেশেও নাম অর্জন করেছেন তিনি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি। 5 ই এপ্রিল 1996 সালে তামিলনাড়ু তে জন্মানো রেশ্মিকা মাত্র 25 বছর বয়সেই যুবসমাজের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছেন।





রেশ্মিকা মূলত তেলেগু ও কণ্ণড় ফিল্মে কাজ করেন। 2016 সালে “কিরিক পার্টি” ফিল্ম থেকে নিজের অ্যাকটিং কেরিয়ারের শুরু করেন রেশ্মিকা। এরপর 2018 সালে “চলো” ফিল্ম থেকে তেলেগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন। এরপর 2019 সালে “ডিয়ার কমরেড”, 2020 সালে “সরিলেরু নিকেবরু”, 2021 সালে “পোগারু” ও “সুলতান” ফিল্মে কাজ করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী রেশ্মিকা মান্দানার 4 মিলিয়ন ডলারের সম্পত্তি আছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় 29 কোটি টাকা।





রেশ্মিকার ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গেলে অভিনেতা রক্ষিত শেট্টির সাথে 3 রা জুলাই 2017 সালে এনগেজমেন্ট হয়। কিন্তু সেপ্টেম্বর 2018 তে তাদের এনগেজমেন্ট ভেঙে যায়। যদিও এনগেজমেন্ট ভাঙার কোনো কারণ এখনও জানা যায়নি। শীঘ্রই রেশ্মিকা-কে দেখা যেতে চলেছে বলিউডের আপকামিং ফিল্ম “গুড বায়” আর “মিশন মাজনু” তে। “গুড বায়” ফিল্মে তাকে দেখা যেতে চলেছে মহানায়ক অমিতাভ বচ্চনের সাথে, অপরদিকে “মিশন মজনু” ফিল্মে তাকে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে।




