




নিজের পরিশ্রমের জোরে বলিউডে নাম অর্জন করেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। 5 ই সেপ্টেম্বর 1976 সালে জন্মানো পঙ্কজ ত্রিপাঠীর কুষ্ঠী দেখে এক জ্যোতিষী বলেছিলেন তার বিদেশে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু আজ তিনি কঠোর পরিশ্রমের দ্বারা ভাগ্যই বদলে দিয়েছেন। পঙ্কজ ত্রিপাঠী একজন চাষীর ছেলে। তিনি অনেক বছর ধরেই অভিনয় জগতের সাথে যুক্ত আছেন। কিন্তু গত কয়েক বছরে তার পরিশ্রম সফল হয়েছে।





“গ্যাংস অফ ওয়াসেপুর” থেকে নিজের অ্যাকটিং ক্যারিয়ার শুরু করা পঙ্কজ ত্রিপাঠী আজ বলিউডের নামকরা অভিনেতা। বিহারের গোপালগঞ্জের পঙ্কজ ত্রিপাঠী প্রথমে রঙ্গমঞ্চে অভিনয় করতেন। এরপর তিনি বলিউডে আসার কথা ভাবেন এবং 1996 এ নিজে একজন অভিনেতা হয়ে যান। পঙ্কজ ত্রিপাঠী নিজের ফিল্মি কেরিয়ারে “মসান”, “স্ত্রী”, “বরেলি কি বরফি”, “মাঞ্ঝি”, “ফুকরে”, “নিউটন” প্রভৃতি সিনেমায় কাজ করেছেন।





এছাড়াও “মির্জাপুর”, “সেক্রেড গেমস” নামক ওয়েব সিরিজেও কাজ করেছেন। এক ছোটো ঘর থেকে আসা পঙ্কজ ত্রিপাঠী 2019 সালে মুম্বাই এর পশ এলাকার মাড আইল্যান্ডে বাড়ি কিনেছেন। তার কিছু ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। জানিয়ে রাখি নিজের স্ট্রাগলের সময় তিনি বিশ্রাম করার মতো সময় পেতেন না। কেরিয়ারের এই উঁচু-নীচু সময়ে পাশে সর্বদা স্ত্রী মৃদুলা কে পেয়েছেন। তিনি তার স্ত্রী মৃদুলাকে খুব ভালোবাসেন। পঙ্কজ ত্রিপাঠী আজ বহু মধ্যবিত্ত স্ট্যাগলিং অ্যাকটারদের অনুপ্রেরণা।




