




বলিউডের বিখ্যাত অভিনেতা সালমান খানের বাবা তথা বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার সেলিম খান কেবলমাত্র প্রফেশনাল লাইফ নিয়ে নয় বরং পাশাপাশি প্রাইভেট লাইফ নিয়েও চর্চায় থাকেন। সেলিম খান প্রথমে বিয়ে করেন সালমা কে। তাদের একত্রে চার সন্তান আছে। কিন্তু এরপর সেলিম খান হেলেনকে মন দিয়ে বসেন। পঞ্চাশ ও ষাটের দশকে হেলেন ছিলেন বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী। হেলেনের সৌন্দর্যের ভক্ত ছিলেন বহু মানুষ। তার মধ্যেই যুক্ত হন সেলিম খান।





তৎকালীন সময় হেলেন ও সেলিম খানের সম্পর্কের খুব চর্চা হয়েছিল। নিজেদের সম্পর্কের পরিণতির জন্য সেলিম ও হেলেন বিয়ে করেন। বলা হয়, প্রথম দিকে সালমান খানের পরিবারের কোনো সদস্য হেলেনের সাথে কথা বলতেন না। এমনকি কেউ এই সম্পর্ক মেনেও নেয়নি। একটি রিপোর্ট অনুযায়ী সেলিমের এই সম্পর্কের কারণে সালমা ডিপ্রেশনের শিকার হন। এই সময় তার সন্তানেরা তাকে সামলান। কিন্তু আজ সময় বদলিয়েছে। ধীরে ধীরে সকলেই একদিন হেলেন কে মেনে নেন। আজ সালমান খান সালমা’র মতোই হেলেনকেও নিজের “মা” বলেই মানেন।





মাঝেমধ্যেই সালমান খান ও হেলেনের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় তাদের মধ্যের স্নেহ-ভালোবাসা। জানিয়ে রাখি, সেলিম খান 1964 সালে সুশীলা চরক-কে বিয়ে করেন। সেলিম খানকে বিয়ে করার জন্য তিনি ধর্ম পরিবর্তন করে নাম রাখেন সালমা। তাদের তিন ছেলে- সালমান খান, আরবাজ খান, সোহেল খান এবং এক মেয়ে আছে। এরপর 1980 সালে সেলিম হেলেন-কে বিয়ে করেন। তারা একত্রে একটি মেয়েকে দত্তক নেন। তাদের মেয়ের নাম- অর্পিতা। আজ তারা সকলেই একসাথে থাকেন।




