




টলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা হলেন জিৎ। পরিশ্রমের জোরে একজন মানুষ যে সফলতা পেতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হলেন জিৎ নিজে। অভিনেতা জিৎ এর আসল নাম হল জীতেন্দ্র মাদনানি। কমেডি থেকে শুরু করে অ্যাকশন সবেতেই কামাল করেছেন তিনি। সেন্ট জোসেফ স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি। এরপর ন্যাশনাল হাই স্কুল থেকে উচ্চশিক্ষা প্রাপ্ত করে কলেজে ভর্তি হন।





কিন্তু পারিবারিক অসুবিধার কারণে কলেজের পড়াশোনা সমাপ্ত করতে পারেননি। এরপর বাবার সাথে কাজে লেগে পড়েন। ছোট থেকেই তার অভিনয় করার শখ ছিল। তাই তিনি কাজ করার পাশাপাশি মডেলিং ও অভিনয়ের প্রশিক্ষণ নিতেন। 1994 সালে এক টিভি সিরিয়াল নির্মাতার চোখে পড়েন। এরপর “বিষবৃক্ষ” ও “জন্মভূমি” নামে দুটি সিরিয়ালে কাজ করেন। 1995 সালে বলিউডে কাজ করার উদ্দেশ্যে মুম্বাই পাড়ি দেন জিৎ।





দুবছর টানা অডিশন দেওয়ার পর একটি অ্যালবামে সুযোগ পান তিনি। এরপর তিনি সাউথ ইন্ডাস্ট্রিতে চেষ্টা করেন কাজ পাওয়ার। কিন্তু অসফল হয়ে টলিউডে চলে আসেন। 2001 সালে হরনাথ চক্রবর্তীর ফিল্ম “সাথী” তে নতুন মুখ হিসেবে কাজ করেন জিৎ। এই সিনেমাটি বক্স অফিসে বহুদিন চলে। এরপর “সঙ্গী”, “নাটের গুরু”, “বস”, “দুই পৃথিবী” প্রভৃতি ফিল্মে কাজ করেন তিনি। “নাটের গুরু” ফিল্মটি তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।




