গত কয়েক বছরে ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার নিজেদের নাম আরও উজ্জ্বল করেছে। গতবার ISRO চাঁদে পদার্পণ করতেই চলেছিল, কিন্তু শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি। ISRO 2022 এর অপেক্ষা করছে। কারণ 2022 এ অনেক মহাকাশ অভিযানের কথা আছে তাদের। ভারত সরকারের পক্ষ থেকে জানা যাচ্ছে ISRO সামনের বছর ভেনাস মিশন, সোলার মিশন ও স্পেস স্টেশন এ কাজ করতে চলেছে। ISRO তে FDI এর পারমিশন দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে ভারত সরকার এবার FDI এর সকল নিয়ম পূরণ করবে। সমাচার এজেন্সি IANS এর মতে বৈশ্বিক মহাকাশ মার্কেট 360 আরব ডলারের। 2040 এর মধ্যে যা বেড়ে দাঁড়াবে এক ট্রিলিয়ন ডলার। অন্তরাষ্ট্রীয় মহাকাশ বাজারে ভারতের পার্টনারশিপ লেবেল 2%। গ্লোবাল স্পেস ইন্ডাস্ট্রির জন্য ভারতের নতুন এন্ট্রি হতে চলেছে। মন্ত্রী জীতেন্দ্র সিংহ সম্প্রতি জানিয়েছেন 2022 সালে গগনযান মিশনের আগে ISRO দু’টি মানবরহিত মিশনের সূচনা করবে।
জানা যাচ্ছে এই মিশনে 9 হাজার কোটি টাকা খরচ হবে। ISRO এখনও পর্যন্ত অনেক স্যাটেলাইট, মহাকাশ যান প্রেরণ করেছে, কিন্তু এখনও পর্যন্ত মানুষ নিয়ে কোনো যান মহাকাশে যায় নি। আপনারা জানলে খুশি হবেন গগনযানের মাধ্যমে মহাকাশে 4 জন মানুষকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। গগনযান 2022 অর্থাৎ সামনের বছর লঞ্চ হবে। মিশন গগনযানে 4 টি অ্যাস্ট্রোনট 7 দিন ধরে পৃথিবীর পরিক্রমা করবে। এই মিশন ভবিষ্যতে ISRO কে সাহায্য করবে।