




বলিউড ইন্ডাস্ট্রিতে এমন বহু তারকা আছেন যাঁরা নিজেদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতেছেন। অনেক সময় দেখা যায় ফিল্মে একসাথে কাজ করা কিছু জুটিকে দর্শকদের বিশেষভাবে ভালো লাগে। সেই সকল জুটির মধ্যে অন্যতম হল অমিতাভ বচ্চন ও রেখার জুটি। এক সময় অমিতাভ বচ্চন ও রেখার প্রেম কাহিনি বলিউডের অলিতে গলিতে শোনা যেত। দর্শকদের এই জুটি এত বেশি পরিমাণে পছন্দ ছিল যে তাঁদের দ্বারা অভিনীত সব সিনেমা বক্স অফিসে হিট হত।





এই জুটি একসাথে “আনজানে”, “আলাপ”, “খুন পাসিনা”, “গঙ্গা কি সৌগন্ধ”, “মুকাদ্দার কা সিকান্দার” র মতো ফিল্মে কাজ করেছে। কিন্তু অমিতাভ বচ্চন ও রেখাকে একসাথে শেষবার 1981 সালে যশ চোপড়ার ফিল্ম “সিলসিলা” তে দেখা যায়। এই ফিল্মটি মুক্তি পেয়েছে 40 বছর হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তাঁদের আর একসাথে দেখা যায় নি।





এমনকি ব্যক্তিগত জীবনেও একে অপরকে এভয়েড করতেই দেখা গেছে তাঁদের। এই নিয়ে অমিতাভ বচ্চনকে প্রশ্ন করলে তিনি জানান, আজকাল ফিল্ম এর স্ক্রিপ্ট ভালো পাচ্ছেন না তাই আর একসাথে কাজ করা হচ্ছে না তাঁদের। একজন রিপোর্টার তাঁকে জিজ্ঞেস করেন- “যদি ভালো স্ক্রিপ্ট পান তবে কি রেখার সাথে কাজ করবেন আপনি?” এই প্রশ্নের উত্তরে অমিতাভ বচ্চন বলেন “অবশ্যই”।





প্রথমবার এই বিখ্যাত জুটিকে “দো অঞ্জানা” ফিল্মে একসাথে দেখা যায়। জানা যায় অমিতাভ বচ্চন বিবাহিত হওয়া সত্বেও রেখার সাথে সম্পর্কে জড়ান। যদিও অমিতাভ বচ্চন সেই সম্পর্কের জন্য নিজের পরিবারকে ছাড়তে চাননি। তাই তাঁদের সম্পর্ক চিরস্থায়ী হতে পারেনি। বর্তমানে রেখা নিজের একাকিত্ব কে এনজয় করছেন আর অমিতাভ বচ্চন নিজের পরিবারের সাথে সুখে দিন কাটাচ্ছেন।




