বিয়ের অনুষ্ঠান না করে ৩০০ জন গরীব মানুষকে একবেলা পেট পুরে খাওয়ালেন এই নব দম্পতি

বিয়ে মানেই মনে পড়ে চারদিন ধরে অনুষ্ঠান, খাওয়া-দাওয়া, আনন্দ। গায়ে হলুদ থেকে আরম্ভ করে তত্ত্ব সাজানো, সারারাত ধরে বাসর জাগা, ফুলশয্যার খাট সাজানো এই সব মিলিয়ে এক বিরাট আয়োজন। অতি সাধারণ ঘরের মানুষ হলেও বিয়েতে সবটুকু উজাড় করে দিয়ে আয়োজন করতে চান প্রত্যেক মানুষ। আর্থিক সামর্থ্য থাকলে তো কথাই নেই।বিয়ের জাঁকজমক থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া হয়ে থাকে প্রতিযোগিতা। গেট সাজানো মন্ডপ সাজানো সবকিছুতেই আসে এখন নতুনত্ব।

চিরাচরিত বিয়ের এই নিয়ম ভেঙে কিছু কিছু মানুষ অন্যরকম বিয়ের দিকে পা বাড়াচ্ছেন। চারদিন ধরে আত্মীয়-স্বজন নেমন্তন্ন না করে একদিন সবাইকে কাজ সারছেন পরিবারের লোকজন।বাস্তব বুদ্ধি সম্মত মানুষেরা বিয়ে নিয়ে জাকজমক না করে সেই টাকা মেয়েজামাই অথবা ছেলে-বৌমার নামে ফিক্স করে দিচ্ছেন। ন্যূনতম কিছু নিয়ম ছাড়া অন্য কিছু আতিশয্য দেখাতে চান না অনেকেই।

কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যাতে দেখা যায় তার বাড়িতে কিছু শিশু নিমন্ত্রিত হয়ে এসেছিল। তারা প্রত্যেকেই অনাথ আশ্রমের শিশু। কনের বাড়ির পাশেই ছিল সেই অনাথ আশ্রম। অনাথ আশ্রমের ভাই দের নিয়ে বিয়েতে বসার ইচ্ছে ছিল সেই পাত্রীর। মেয়ের ইচ্ছে অপূর্ণ রাখেনি বাবা। তাই ১৬ জন ভাইদের নিয়ে বিয়ের পিঁড়িতে বসে ছিল সেই কনে।

এমনই এক বিয়ের নজির গড়লো দেবীপ্রসাদ ও তিথি। বর্তমান পরিস্থিতিতে প্রশাসন ৫০ জনের বেশি মানুষকে নিয়ে কোন অনুষ্ঠান করতে নিষেধ করেছেন। এমত অবস্থায় যাদের বিয়ের লগ্ন ছিল তারা নমো নমো করে বিয়ে সেরে নিয়েছেন। এই নবদম্পতি বিয়ের অনুষ্ঠানে লোকজন না খাইয়ে ৩০০ জন গরিব মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন।

তারা মনে করেন এই সময় ৩০০জন আত্মীয়-স্বজনকে না খাইয়ে সেই অর্থ দিয়ে গরিব মানুষকে খাওয়ানো টা খুব দরকারি।সরকারি নির্দেশ অনুযায়ী জমায়েত করা এখন কোনোভাবেই সম্ভব নয়। তাই সেই অর্থ দিয়ে অতি সাধারণ কিছু মানুষকে এক বেলা খাইয়ে তাদের বিয়ে করে দিলেন অসাধারণ। এই দম্পতি দক্ষিণ ২৪ পরগনার নামখানার বাসিন্দা। পেশায় দুজনেই কম্পিউটার সায়েন্সের অধ্যাপক।দেবি প্রসাদ এর কর্মস্থল ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ।

তিথি নেতাজি নগর কলেজের দিবা বিভাগের অধ্যাপিকা। তাদের প্রেম শুরু হয়েছিল বছর পাঁচেক আগে। ধীরে ধীরে তা পরিণত হয়েছে বিয়েতে। চলতি বছরেই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।এইভাবে বিয়ে সিদ্ধান্ত কেন এমন প্রশ্নের উত্তরে দেবীপ্রসাদ বলেন, এমন অনেক মানুষ আছেন যারা দিনের পর দিন খেতে পায়না।

একটি বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে লোকে শেষ করতে পারেনা। প্রচুর খাবার নষ্ট হয়। এসব বাড়াবাড়ি করা ছাড়া কিছুই নয়।এই আয়োজন করতে যে পরিমাণ অর্থ খরচ হয় তা দিয়ে যদি না খেতে পাওয়া মানুষের এক বেলা পেট ভরে সেটাই হলো আসল সার্থকতা। লাভ না থাকলেও অন্য সময় আমাদের বিয়ে হলেও আমরা একই কাজ করতাম”।

এই নবদম্পতিকে প্রাণভরে আশীর্বাদ করেছেন এই গরীব মানুষেরা। প্রফেসর দম্পতির এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাবার পরই প্রশংসার বন্যা বয়ে গেছে সকলের মধ্যে। কতজন তাদের মতো সাহসী হয়ে উঠবেন তা বলা মুশকিল । কিন্তু আস্তে আস্তে এই দৃষ্টান্ত যেভাবে বাড়ছে তাতে বোঝা যায় মানুষের মধ্যে মানবিকতা এখনো ফুরিয়ে যায়নি। এই বিবাহ অন্য নবদম্পতিদের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মনে করছেন সকলে।

Related Posts

শারীরিক প্রতিকূলতাকে জয়, শিক্ষকতাকে পেশার মাধ্যমে যেভাবে হাজারো হাজারো গরিব শিশুকে শিক্ষাদান করে যাচ্ছেন তিনি

জীবনে এমন অনেক কিছুই ঘটে যার জন্য আমরা প্রস্তুত থাকিনা,তবুও মেনে নিতে হয়।আবার অনেক সময় জন্মগত কিছু প্রতিবন্ধকতা থাকে যা নিয়মিত স্বাভাবিক জীবনজাপনের ক্ষেত্রে অনেক বাধ সৃষ্টি…

সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে সফল বাপি। অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা সোশাল মিডিয়া

জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক। এর পরের ধাপ ই হলে উচ্চ মাধ্যমিক। এই দুটি পরীক্ষায় ভালো নম্বর ভবিষ্যতের ভালো ক্যারিয়ার গড়ার রাস্তা খুলে দেয়। অনেকেই এই পরীক্ষায়…

মুদি দোকানীর মেয়ে যেভাবে কঠিন লড়াইয়ে হলেন IAS অফিসার, গর্বিত করলেন বাংলার এই কন্যা

মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মেধাবী ছাত্র-ছাত্রী দের কথা আমরা অনেক আগেও অনেকবার শুনেছি। অদম্য ইচ্ছাশক্তি থাকলে সমস্ত বাধা অতিক্রম করা যায়। শারীরিক প্রতিবন্ধকতা কোনভাবেই…

যে পদ্ধতিতে প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করে ভারত বিশ্বকে তাক লাগিয়ে দিলো

সারা বিশ্বের দূষণের মূল উপাদান হলো প্লাস্টিক। প্লাস্টিকের প্রধান সমস্যা হলো এটি পুনর্ব্যবহারযোগ্য নয়। ২০১৬ সাল থেকে ভারতীয় সেনাবাহিনী ইঞ্জিনিয়াররা সমস্যার সমাধানের পথ দেখিয়েছেন বিশ্বকে।পুনর্ব্যবহারযোগ্য নয় এমন…

বাড়িতে তুলসী গাছ থাকলে এই ৫টি কাজ ভুলেও করবেন না, সংসারে অমঙ্গলের ছায়া ঘিরে ধরবে

প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ দেবী হিসেবে পূজিত হন। বহু পুরনো যুগ থেকেই সন্ধ্যেবেলা তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে শুরু হয় সন্ধ্যারতি।হিন্দু ঘরের নারীরা সংসারে সুখ এবং…

ব’জ্রপা’তে বিহারে নিহ’ত ৮৩, উত্তরপ্রদেশে ২৪

বিহার এবং উত্তর প্রদেশের অনেক জেলায় বজ্রপাতের খবর পাওয়া গেছে। বিহারের ব’জ্রপা’তে ৮৩ জনের মৃ’ত্যু হয়েছে। উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি দেওরিয়ায় নয়জন মা’রা গেছেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কুমারের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *