এই ৭ টি জিনিস ভুল করেও দান করতে যাবেন না, তাহলে সংসারে অমঙ্গল হবে।

একসাথে থাকতে গেলে অনেক কিছুই প্রয়োজন হয় একে অপরের থেকে। একই বাড়িতে থাকতে গেলে কিংবা একই ছাদের তলায় থাকলেও যার ব্যতিক্রম হয়না। ঘরের বিভিন্ন সামগ্রীর দরকার পরলে আমরা তা কখনও কখনও প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে নিই।

সে রান্নার সামগ্রী হোক কিংবা ঘর গোছানোর অন্য জিনিস। তবে এক্ষেত্রে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার সংসারের মঙ্গল সাধনের জন্য কিছু জিনিস কখনই অন্যকে দিতে যাবেন না। এতে ঘরের লক্ষী নষ্ট হয় এবং ঘরের বাস্তুও নষ্ট হয়।

১. ঝাড়ু: নিজের ঘরের ঝাড়ু কখনই অন্যকে ব্যবহারের জন্য দিতে যাবেন না। এতে ঘরের লক্ষী রেগে যায়। এবং এর ফলে আপনার অনেকরকম ক্ষতি হতে পারে। আপনার পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে।

২.স্টিলের বাসন: বেশিরভাগ বাড়িতেই রান্নবান্না আর খাওয়ার জন্য স্টিলের বাসন ব্যবহার করা হয়। কিন্তু এই স্টিলের বাসন ভুল করেও কাউকে দিতে যাবেন না। এতে আপনার পরিবারের উপর অমঙ্গল নেমে আসতে পারে। স্টিলের ঠাকুরের বাসন হলে আরই দেবেন না। সাবধানতা অবলম্বন করুন।

৩.ছেড়া পুরোনো জামাকাপড়: ছেড়া জামাকাপড় কাউকে কখনও দান করতে যাবেন না। এতেও আপনার ক্ষতি হতে পারে। এমনকি আপনাপ পরিবারের লোকজনরা অসুখে পরতে পারেন। তাই এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন আর একদম করতে যাবেন না এই কাজ।

৪.তেল দান করতে যাবেন না: ভুল করেও তেল দান করতে যাবেন না কাউকে। ঘরে রান্না করা জিনিস কাউকে দান করলে তা এমনিতেই খারাপ। তাই একদমই করতে যাবেন না এই কাজ। ভুল করেও তেল দান করতে যাবেন না।

৫.রান্না করা খাবার: রান্না করা খাবার ভুল করেও দান করতে যাবেন না। পারলে বাড়িতে ডেকে নিয়ে এসে খাওয়ান কিন্তু ভুল করেও দান করতে যাবেন না কাউকে। এতে আপনার সংসারের প্রচন্ড ক্ষতি হতে পারে। এমনকি প্রবল ক্ষতিও হতে পারে আপনার।

৬. বই: কোনো ধর্মীয় বই যেমন গীতা, কুরান, বাইবেল অথবা অন্য কোন দেব দেবীর বই বাদে অন্যান্য পড়াশুনার বই ভুল করেও দান করতে যাবেন না। এতে মা সরস্বতী রুষ্ট হন।

৭.ধা’রালো কোনো জিনিস: ছুঁ’ড়ি, কাঁ’চির মতো ধা’রালো কোনো জিনিস ভুল করেও কাউকে দান করতে যাবেন না। এতে নিজের সংসারের ক্ষ’তি।

Related Posts

নীল কমল কোম্পানি শুরু হয়েছিল বোতাম বানানো দিয়ে, আজ 123 কোটির টার্নওভার। ভারতের জনপ্রিয় চেয়ার কোম্পানির এত সাফল্যের আসল কাহিনী বেরিয়ে এলো ।

বর্তমান সময়ে অনেক ধরনের ফার্নিচার মার্কেট লঞ্চ হয়েছে। এইসব ফার্নিচারের দাম যেমন বেশি হয় তেমনই এইসব ফার্নিচারের দেখাশোনাও বেশি করতে হয়। কিন্তু একটা সময় ছিল যখন নীলকমল…

“পুষ্পা” ফিল্মের রক্ত চন্দন এর দাম জানেন কত? বিলুপ্ত এই চন্দন কীভাবে এল ফিল্মের সেটে? জানলে আপনিও চমকে যাবেন

সম্প্রতি রিলিজ হয়েছে আল্লু আর্জুনের ফিল্ম “পুষ্পা”। এই ফিল্ম রক্ত চন্দনের কাঠ নিয়ে তৈরি। আজ আমরা আপনাদের এই রক্ত চন্দনের কাঠ নিয়েই কথা বলব। রক্ত চন্দন অন্ধ্রপ্রদেশের…

নিজের ধর্ম বদলাবো না, অন্যের ধর্ম বদলাতে দেবো না! এই শর্তে মুসলিম মেয়েকে বিয়ে করলেন এই অবিনাশ! মেয়ে এলো ৮০০০ কিলো মিটার দুর থেকে

“প্রেম” শব্দটা ছোটো হলেও এর গভীরতা অনেক। প্রেমের সম্পর্ককে কোনোদিন ধর্ম, জাতি আটকাতে পারেনি। আপনারা অনেক সিনেমা দেখে থাকতে পারেন এই ধরনের। আজ আমরা বাস্তবের এক ঘটনা…

23 বছরের এই ভাই-বোনের জুটি 1 লাখ টাকা ইনভেস্ট করে যে অভিনব উপায়ে আজ 800 কোটি টাকার ব্যবসা দার করান, জানলে আপনিও অনুপ্রাণিত হবেন

একটি মেয়ে তার ভাইয়ের সাথে মিলে নিজেদের পরিবারকে সফলতার সেই শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছেন যা বড় বড় ব্যবসায়ীরাও পারেননি। 23 বছর বয়সে সাধারণত সকলে পড়াশোনা শেষ করে…

অমিতাভ বচ্চনের সাথে সম্পর্ক ভালো নয় তার ভাইয়ের, রোজ গারের দিক থেকেও তার ছোট ভাই অনেক এগিয়ে ! বিস্তারিত জানলে আপনিও অবাক হবেন

প্রয়াত কিংবদন্তি কবি হরিবংশ রাই বচ্চনকে কেনা চেনেন? ছোটবেলা থেকেই তাঁর কবিতা স্কুলে পড়ানো হয়। আজও মানুষ তার কবিতাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। কবি হরিবংশ রাই বচ্চন…

১৯০ কোটি টাকা লটারীতে জিতলেন এই মহিলা! কিন্তু তিনি না জেনে টিকিট সহ জামা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ফেলে, তারপর যা হলো

লটারি খেলাটিও একটি চমৎকার খেলা। ভাগ্য সহায় থাকলে যে কেউ মাটি থেকে আকাশে, আবার আকাশ থেকে মাটিতে পড়ে যেতে পারে। একজন মহিলার সাথে একই ঘটনা ঘটেছিল, তবে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *