“বাবার জন্যই আমি আজ এখানে, স্টার কিড হয়ে জন্মেছি এ আমার কর্মফল”, বললেন সোনম কাপুর

গত রবিবার, ১৪ জুন, বলিউডের নবীন তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহ’ত্যার খবরে শিউড়ে উটেছে গোটা দেশ। অভিযোগ উঠেছে, এই মৃ’ত্যুর নেপথ্যে রয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড়দের প্রভাব এবং তাঁদের প্রভাবশা’লী তকমার জোর। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় #বয়কট বলিউড, #ডোন্ট ওয়াচ স্টার কিডস ফিল্ম– এ জাতীয় স্লোগান ট্রেন্ডিং।

অবসা’দ না কাজের অভাব, দুইয়ের সাঁড়াশি চাপেই কি মাত্র ৩৪-এ ফুরিয়ে গেলেন প্রতিভাবান অ’ভিনেতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হ’ন্যে পু’লিশ থেকে অ’ভিনেতার ফ্যানেরা। বলিউডে স্বজনপোষণ প্রথা নিয়ে বাদানুবাদ অব্যাহ’ত। এরই মধ্যে আ’গুনে ঘি ঢাললেন অভিনেত্রী সোনম কপূর। ইনস্টাগ্রামে নেটাগরিকদের একের পর এক হেট মেসেজ শেয়ার করে সোনমের নেপোটিজম প্রসঙ্গে তাঁর সোজাসাপ্টা জবাব, “হ্যাঁ, আমি আমার বাবার মেয়ে।

আজ আমি বাবার জন্যই এখানে। বাবার জন্যই সুবিধে পাই। এটা কোনও অপমান নয়। আমার বাবা দিন-রাত এক করে খেটেছে।” এখানেই শে’ষ নয়। সোনম আরও যোগ করেন, “এ আমার কর্মফলযে এই রকম একটি পরিবারে আমি জন্মেছি। আমি সে জন্য গর্বিত।”গত ১৪ জুন সুশান্তের আত্মহ’ত্যার খবর প্রকাশ্যে আসতেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্টারকিডদের অনায়াসে কাজ মেলার ঘটনায় সরব হয়েছেন নেটাগরিকদের একটা বড় অংশ।

সোশ্যাল মিডিয়ায় উগরে দিচ্ছেন ক্ষোভ। শুধু তাই নয়, স্টারকিডদের কমেন্ট বক্সেও দেখতে পাওয়া যাচ্ছে সেই রাগেরই প্রতিফলন।সোনম নিজেও একজন স্টারকিড। তিনি অনিল কপূরের কন্যা। তাই সেই ক্ষোভের আ’গুন থেকে মুক্তি মেলেনি তাঁরও।ক্রমাগত কমেন্ট বক্সে পরিবার-বাবা-মা’কে নিয়ে ব্যক্তিগত আক্রমণ উড়ে আসায় দিন কয়েক আগেই নিজের ইনস্টাগ্রাম কমেন্ট বক্স বন্ধ করেছেন তিনি।

যদিও এতেই হাল ছাড়েননি নেটাগরিকরা। সোনমের কমেন্ট বক্স বন্ধ দেখে তাঁকে ব্যক্তিগত ভাবে মেসেজ করে অ’শ্লীল ভাষায় আ’ক্রমণ করেছেন বেশ কয়েকজন। যেখানে সোনমের মৃ’ত্যুকামনা থেকে শুরু করে তাঁর ভাবী সন্তানেরও মৃ’ত্যুকামনা করা হয়েছে। সেই সব মেসেজরই বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে রবিবার সোনম লেখেন, “হ্যাঁ, আমি আমার এবং বাবা-মায়ের কমেন্ট সেকশন বন্ধ করেছি,কারণ আমি চাই না আমার ৬৪ বছরের বাবা এই সব খারাপ কথা শুনুক। ওঁদের এগুলো প্রাপ্য নয়।

আমার ভাবী সন্তানের মৃ’ত্যুকামনা করছে মানুষ, আমায় গালাগালি দিচ্ছে অকথ্য ভাষায়, আজ আমরা এখানে আমাদের কর্মের জন্য। যারা ঘৃ’ণা ছড়াচ্ছ তারা আজ সে জায়গায় তাদের নিজেদের কর্মের জন্য। এ সব করে তোমরা শুধুমাত্র নিজেদের জীবন নষ্ট করছ।”

সুশান্তের মৃ’ত্যুর পরেই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়। সেই ভিডিয়োতে দেখা যায় পরিচালক কর্ণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ সোনমকে যখন জিজ্ঞাসা করা হয় সুশান্ত সিংহ রাজপুত কি হট? তখন সোনম খানিক ভ্যাবাচ্যাকা খেয়ে বলেন, “জানিনা , হটই হবে।” অর্থাৎ, তিনি যে সুশান্তকে চেনেন না সে কথাই পরোক্ষে বলেছিলেন সোনম। সুশান্তের আত্মহ’ত্যায় যখন ‘বহিরাগত তত্ত্ব’ বারেবারেই উঠে আসছিল, তখন একই ইন্ডাস্ট্রিতে কাজ করেও সুশান্তকে না চেনার প্রসঙ্গে সোনমকে একহাত নেন নেটাগরিকরা।

সেই প্রসঙ্গে সোনম লেখেন, “সাত বছরের পুরনো একটি ভিডিয়ো ওটা। সুশান্তের তখন একটি মাত্র ছবি মুক্তি পেয়েছিল।হ্যাঁ, সে সময়ে ওঁকে আমি চিনতাম না। এরকম অনেক এপিসোড রয়েছে যেখানে আমার সহকর্মীরাও আমার সম্পর্কে একটি বাক্যও বলেননি। আমি স্পিরিট হিসেবে নিয়েছি সব সময়। এত ঘৃ’ণা! ভগবান যেন আপনাদের ক্ষমা করেন।”

এ দিকে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত হেট মেসেজ পেয়ে টুইটারকে বিদায় জানিয়েছেন আর এক স্টারকিড সোনাক্ষী সিংহও। তিনি শত্রুঘ্ন সিংহের মেয়ে। এখানেই শেষ নয়, টুইটারকে ‘টাটা’ করেছেন সলমন খানের ভগ্নীপতি আয়ুষ শর্মাও।সব মিলিয়ে সুশান্তের মৃ’ত্যু যে বলিউডের চাকচিক্যের ভেতর লুকিয়ে থাকা অন্ধকারকে যে সামনে এনে রেখে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Posts

কারিনা কাপুর এই ভিক্ষুক বাচ্চাটির সাথে যা দুর্ব্যবহার করলেন তা দেখে সোশ্যাল মিডিয়া নিন্দার ঝড়

25 ডিসেম্বর, ক্রিসমাস সারা দেশে উদযাপিত হয়েছিল। সাধারণ মানুষের পাশাপাশি, বলিউডের সমস্ত তারকারাও নিজস্ব উপায়ে ক্রিসমাস উত্সবটি উদযাপন করেছিলেন। বড়দিন আনন্দের উত্সব। প্রতি বছর সব জায়গায় এর…

৮ জন বলিউড অভিনেত্রী যারা বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন, ৬ নাম্বার কে দেখলে অবাক হবেন…

একটি শিশুকে জন্ম দেওয়া যেকোন মায়ের জন্য সম্মানজনক বিষয়, কিন্তু বিয়ের আগে একটি সন্তান থাকা ভারতীয় সমাজে একটি কঠিন পরিস্থিতি হতে পারে। হলিউডে, বিবাহের আগে গর্ভবতী হওয়ার…

সামনেই আসছে শ্রাবন মাস, আজ থেকে মহাদেবের স্বাতী নক্ষত্র যোগে এই রাশির জাতকদের ওপর পড়বে যে বিশেষ প্রভাব

প্রত্যেক মানুষেরই ভবিষ্যৎ জানার একটি আকুলতা থাকে, সেই কারণে বারবার তারা ছুটে যান বিভিন্ন জ্যোতিষীদের কাছে। জ্যোতিষ শাস্ত্রে একটি মানুষের বাধা-বিপত্তিকে কাটিয়ে দেবার উপায় থাকে। বিভিন্ন গ্রহ…

এই জুলাই থেকে পাঁচটি বড়োসড়ো পরিবর্তন এনেছে সরকার দেখে নিন সে গুলি কি কি

করোনার সংকটের মাঝে, কেন্দ্রীয় সরকার 30 জুন থেকে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রেসময়সীমা বাড়িয়েছে, জনগণকে একটি বড় ত্রাণ দিয়েছিল, আয়কর ফেরত ফেরত দেওয়া, আধার-প্যান লিঙ্ক ফাইল করা, ছোট সঞ্চয়ী…

মাত্র ১ টাকায় ইডলি, পরিযায়ী শ্রমিকদের এভাবেই খাবার যোগাচ্ছেন তামিলনাড়ুর বৃদ্ধা

৮৫ বছরের বৃদ্ধা কে কমলাথল। ৩০ বছর ধরে তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরে ইডলি বিক্রি করছেন তিনি। দাম মাত্র এক টাকা। এই ৩০ বছরে বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হলেও…

কখনোই বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে এই ১০টি ভুল করবেন না

গ্যাস সিলিন্ডার, বলা যায় এক চলন্ত বো’মা। সেটা আপনার বাড়িতে থাকতে পারে আবার গাড়িতেও থাকতে পারে। এটা যে কতটা ভ’য়ঙ্কর তা হয়ত চকবাজার ট্রাজেডির পর নতুন করে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *