মাত্র এই ২০ বছর বয়সেই বছরে আয় ২০ কোটি টাকা,জানলে আপনি বিস্মিত হয়ে যাবেন।

যোগ্যতা আর কর্মদক্ষতার কাছে বয়স সেভাবে কোন প্রভাব ফেলতে পারে না। নিজের প্রতিভা থাকলে তা কোনোভাবেই আটকে রাখা যায় না। বয়স টা সবে সে উনিশ পার করে কুড়িতে পড়েছে এই ছেলেটি ৷ কিন্তু এই কুড়ি বছর বয়সে অভিজ্ঞ গুণী মানুষের মত এক জীবনে রূপকথার গল্প লিখে ফেলেছে। এখনও গল্পের বই লেখেনি। সে তার এই মাত্র কুড়ি বছর বয়সে অত্যাধিক বুদ্ধি আর প্রতিভার মাধ্যমে আশ্চর্য রকম ঘটনা ঘটিয়েছে।

এই কুড়ি বছর বয়সে একটা সাধারন ছেলে কি করতে পারে? হয়তো পরীক্ষায় বড্ড ভাল রেজাল্ট করে পারে ৷ অথবা বন্ধু-বান্ধবদের সঙ্গে দেদার মজা করতে পারে ৷ কিন্তু এই ছিল সেই সব কিছুই করেনি। এই ছেলে সবার চাইতে আলাদা ৷ সবার মধ্য এক আলাদা নজির গড়েছে। স্থাপন করেছেন তেলেঙ্গানা নিবাসী ২০ বছরের সঙ্কর্ষ চন্দ ৷ স্টার্ট আপ ব্যবসায় বছরে ২০ কোটি টাকা রোজগার সঙ্কর্ষর ৷

কিন্তু কী করে? তার এই বিপুল আয়ের উৎসই বা কী? কি করে সেই ব্যবসা শুরু করল? এই ছোট বয়সে এত তুখোর আইডিয়া সে কোথায় পেল? তার এত কিছু ইতিহাস জানতে হলে পিছিয়ে যেতে হবে আরও ৬ বছর আগে ৷ তখন সঙ্কর্ষের বয়স মাত্র ১৪ বছর ৷ ছোট থেকে তাঁর অর্থনীতির প্রতি বেশি আগ্রহ ছিল৷ এবং সেই ছোট থেকে অর্থনীতির বিষয়টা বেশ অনেকটাই নখদর্পণে সে করে ফেলে।

আর তার পরেই সেই সময় ওই ছোট বয়সে ডিম্যাট অ্যাকাউন্টে বিনিয়োগ করার জন্য তার দিদিকে রাজি করে ফেলেছিলেন।তার জন্য যে প্রথম টাকা সে বিনিয়োগ তা স্কলারশিপের থেকে পাওয়া ২০০০ টাকা সঙ্কর্ষ বিনিয়োগ করেছিলেন৷ সেই বিনিয়োগ থেকে সে মুনাফা অর্জন করে।আর তারপর থেকেই তার এই বিনিয়োগের উপর আরো বেশী আগ্রহ বেড়ে যায়। ৷

এরপর ফিনান্সিয়াল টেকনোলজি বিষয়ের ওপর তার আগ্রহ দিন দিন বেড়েই যাচ্ছিল ৷ সেই ছোট বয়স থেকেই সে বিভিন্ন কোম্পানি এক সূত্রে কীভাবে হয়েছে,তাদের ব্যালান্স শীট অন্যান্য বিষয় সম্পর্কে খুঁটিনাটি তথ্য যাচাই করতে শুরু করেন ৷ এরই সঙ্গে সে তার জামাইবাবুর সাথে আলোচনা করে চিনা এবং মার্কিন কোম্পানির স্টকে একে একে বিনিয়োগ করত শুরু করেন

এরপর থেকে গ্রেটার নয়ডার বেনেট ইউনিভার্সিটি থেকে বি টেক ৷ আর এই ইউনিভার্সিটির এক সদস্যই তাঁকে স্টার্ট আপ খোলার বুদ্ধি দেন এবং এই বিষয়ে তাকে অনেক সাহায্য করেন বিভিন্ন কোম্পানি বিনিয়োগ করা সমস্ত অর্থ দিয়ে এ বার স্টার্ট আপ খুলে ফেলেন সঙ্কর্ষ ৷ তখন তাঁর বয়স ১৮ ৷ স্টার্ট আপের নাম ‘সভার্ত’৷

আর সঙ্কর্ষ ইংল্যান্ড, ইউএসএ, ডেনমার্ক এবং ভারতের মতো দেশের বিভিন্ন নামী কোম্পানির ইনভেস্ট স্ট্র্যাটেজি কী হবে তা ঠিক করে দিতে শুরু করেন ৷এর পাশাপাশি নবীন বিনিয়োগকারীদের বিনিযোগ পদ্ধতি কেমন কী হবে তা তিনি ঠিক করে দিতেন। সেই মতো তিনি এমন বিভিন্ন ফিনান্সিয়াল ওয়েবসাইটেও কাজ করতেন৷ আসলে বিনিয়োগের এই স্ট্যাটেজি সম্পর্কে তাঁর এই সম্যক জ্ঞানই তাঁকে এই সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। তার ভবিষ্যতে আরও বড় প্ল্যান রয়েছে।

Related Posts

শারীরিক প্রতিকূলতাকে জয়, শিক্ষকতাকে পেশার মাধ্যমে যেভাবে হাজারো হাজারো গরিব শিশুকে শিক্ষাদান করে যাচ্ছেন তিনি

জীবনে এমন অনেক কিছুই ঘটে যার জন্য আমরা প্রস্তুত থাকিনা,তবুও মেনে নিতে হয়।আবার অনেক সময় জন্মগত কিছু প্রতিবন্ধকতা থাকে যা নিয়মিত স্বাভাবিক জীবনজাপনের ক্ষেত্রে অনেক বাধ সৃষ্টি…

সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে সফল বাপি। অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা সোশাল মিডিয়া

জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক। এর পরের ধাপ ই হলে উচ্চ মাধ্যমিক। এই দুটি পরীক্ষায় ভালো নম্বর ভবিষ্যতের ভালো ক্যারিয়ার গড়ার রাস্তা খুলে দেয়। অনেকেই এই পরীক্ষায়…

মুদি দোকানীর মেয়ে যেভাবে কঠিন লড়াইয়ে হলেন IAS অফিসার, গর্বিত করলেন বাংলার এই কন্যা

মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মেধাবী ছাত্র-ছাত্রী দের কথা আমরা অনেক আগেও অনেকবার শুনেছি। অদম্য ইচ্ছাশক্তি থাকলে সমস্ত বাধা অতিক্রম করা যায়। শারীরিক প্রতিবন্ধকতা কোনভাবেই…

যে পদ্ধতিতে প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করে ভারত বিশ্বকে তাক লাগিয়ে দিলো

সারা বিশ্বের দূষণের মূল উপাদান হলো প্লাস্টিক। প্লাস্টিকের প্রধান সমস্যা হলো এটি পুনর্ব্যবহারযোগ্য নয়। ২০১৬ সাল থেকে ভারতীয় সেনাবাহিনী ইঞ্জিনিয়াররা সমস্যার সমাধানের পথ দেখিয়েছেন বিশ্বকে।পুনর্ব্যবহারযোগ্য নয় এমন…

বাড়িতে তুলসী গাছ থাকলে এই ৫টি কাজ ভুলেও করবেন না, সংসারে অমঙ্গলের ছায়া ঘিরে ধরবে

প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ দেবী হিসেবে পূজিত হন। বহু পুরনো যুগ থেকেই সন্ধ্যেবেলা তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে শুরু হয় সন্ধ্যারতি।হিন্দু ঘরের নারীরা সংসারে সুখ এবং…

ব’জ্রপা’তে বিহারে নিহ’ত ৮৩, উত্তরপ্রদেশে ২৪

বিহার এবং উত্তর প্রদেশের অনেক জেলায় বজ্রপাতের খবর পাওয়া গেছে। বিহারের ব’জ্রপা’তে ৮৩ জনের মৃ’ত্যু হয়েছে। উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি দেওরিয়ায় নয়জন মা’রা গেছেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কুমারের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *